দেবব্রত মণ্ডল, বারুইপুর: জয়নগর তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত রবিউল সর্দার। সইফউদ্দিন খুনে চার লক্ষ টাকা ব্যয় করেছিল ধৃত, দাবি পুলিশের। এদিন আদালতে তোলা হলে ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনার সূত্রপাত ১৩ নভেম্বর। ওইদিন বাড়ির কাছে খুন হন জয়নগরের তৃণমূল নেতা সইফউদ্দিন লস্কর। ঘটনার পরই জানা গিয়েছিল, দুটি বাইকে করে ৫ জন গিয়েছিল তৃণমূল নেতাকে খুনের উদ্দেশ্যে। তদন্তে নেমে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের টানা জেরা করা হলে একাধিক তথ্য পান তদন্তকারীরা। তার ভিত্তিতেই মূল অভিযুক্ত রবিউল সর্দারের খোঁজ শুরু করে পুলিশ।
[আরও পড়ুন: অন্তরঙ্গ মুহূর্তের ছবি নিয়ে প্রেমিকের সঙ্গে অশান্তি চরমে! অপমানে আত্মঘাতী কলেজ ছাত্রী]
অবশেষে গ্রেপ্তার রবিউল। সূত্রের খবর, সইফুদ্দিনকে খুন করার জন্য রবিউলই চার লক্ষ টাকা ব্যয় করেছিল। রবিউলের বাড়ি জয়নগর থানার অন্তর্গত কাশীপুরে। শনিবার গতকাল দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার বাইশ হাটা এলাকা থেকে রবিউলকে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ। রবিবার তাকে বারুইপুর আদালতে পাঠানো হয়। দ্রুতই ঘটনার সঙ্গে জড়িত বাকিরাও ধরা পড়বে বলে আশাবাদী পুলিশ।