বাবুল হক, মালদহ: বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলত! স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন তরুণী। বিবাহ বিচ্ছেদের জন্য তিনি আলাদা থাকতেও শুরু করেছিলেন বলে খবর। তার মধ্যেও স্বামী-স্ত্রীর বিবাদ থামেনি। অভিযোগ, তার জেরে সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও করে 'আত্মহত্যা' করলেন যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কালিতলা মোবারকপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম দুর্লভ সাহা। তিনি একটি শোরুমে কাজ করতেন। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। শনিবার সকালে বাড়ি থেকে দেহ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, কয়েক বছর আগে মৌসুমীর সাহা নামে এক যুবতীর সঙ্গে বিয়ে হয়েছিল দুর্লভের। ওই দম্পতির দুই কন্যা সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে অশান্তি লেগে থাকত।
এরই মধ্যে বিবাহ বিচ্ছেদের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন মৌসুমী। শ্বশুরবাড়ি ছেড়ে তিনি চাঁচোলে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। শুধু তাই নয়, স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্য বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল বলে খবর। এইসব ঘটনায় ইদানীং স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি আরও বেড়ে গিয়েছিল বলে খবর। গতকাল, শুক্রবার রাতে ওই যুবক সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও করে নিজেকে শেষ করে ফেলেন বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
