রাজ কুমার, আলিপুরদুয়ার: কর্তব্যরত অবস্থায় দুই নার্সিং পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। লিখিত অভিযোগের ভিত্তিতে পুরুষ নার্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাতেও উত্তেজনা থামানো যাচ্ছে না। নিগৃহীত নার্সদের অভিযোগ, এমার্জেন্সিতে ঢুকে তাঁদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। এমনকী ডিউটি অফ করে দেওয়ার হুমকিও দিয়েছেন অভিযুক্ত ব্যক্তি।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
ঘটনা আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের। অভিযোগকারী দ্বিতীয় বর্ষের দুই নার্সিং পড়ুয়া। কর্মরত অবস্থায় এমার্জেন্সি বিভাগে ঢুকে তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেছেন হাসপাতালের এক পুরুষ নার্স। শুধু শারীরিকই নয়, মানসিকভাবেও তাঁদের হেনস্তা করা হয়েছে। কাজের মাঝে এমন সমস্যা হওয়ায় প্রথমে নার্সিং সুপারকে বিষয়টি জানান পড়ুয়ারা। নার্সিং পড়ুয়ারা সকলে স্বাক্ষর করে স্মারকলিপি পেশ করেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানান সুপার। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন হাসপাতালের পুরুষ নার্স।
এই ব্যক্তির বিরুদ্ধে আগেও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নানা সময়ে এমার্জেন্সি বিভাগে ঢুকে ওই পুরুষ নার্স মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন, এমন অভিযোগ তুলেছেন অনেকেই। এমনকী কর্তব্যরত নার্সিং পড়ুয়াদের ডিউটি বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি। এবার দুই পড়ুয়ার সঙ্গে এই ঘটনার পর সকলেই প্রতিবাদে নামেন। একযোগে বিক্ষোভও দেখান। একসঙ্গে সই করা অভিযোগপত্র জমা দেওয়া হয়। আর তা পেয়ে পদক্ষেপ নিতে আর দেরি করেননি হাসপাতালের সুপার। থানায় যোগাযোগ করে অভিযুক্ত পুরুষ নার্সকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। হাসপাতালের তরফে তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।