shono
Advertisement

পাহাড়ের আবেগ না বুঝে ভোট পাওয়াই লক্ষ্য, অমিত শাহকে খোঁচা মমতার

‘বহিরাগত’ রাজু সিং বিস্তের বিরোধিতায় একজোট হওয়ার আহ্বান তৃণমূল নেত্রীর৷ The post পাহাড়ের আবেগ না বুঝে ভোট পাওয়াই লক্ষ্য, অমিত শাহকে খোঁচা মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:23 PM Apr 11, 2019Updated: 03:29 PM Apr 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ের উন্নতিতে তৃণমূল ছাড়া আর কেউই যে বিকল্প হতে পারে না, জনসভা থেকে আরও একবার সেকথা স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার দার্জিলিংয়ের চকবাজারে অমর সিং রাইয়ের সমর্থনে একটি জনসভা করেন তিনি৷ ওই সভা থেকে নানা ইস্যুতেই গেরুয়া শিবিরকে কড়া ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী৷ ভোটারদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘‘এমন কাউকে নির্বাচন করুন, যে ভবিষ্যতে আপনাদের কথা ভাববে৷’’ 

Advertisement

[ আরও পড়ুন: অগ্রাহ্য কমিশনের নিষেধাজ্ঞা, অমিত শাহের সভায় বাজল বাবুলের বিতর্কিত গান]

প্রথম দফার লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে৷ বৃহস্পতিবার সকাল থেকেই চলছে ভোটাভুটি৷ এবার শাসক-বিরোধী সব দলেরই লক্ষ্য দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন৷ ১৮ এপ্রিলের আগে তাই হাইভোল্টেজ ভোটের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন নেতাকর্মীরা৷ ভোটপ্রচারে তাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ দু’জনেই রয়েছেন উত্তরে৷ চোপড়ার পর বৃহস্পতিবার আবারও অমর সিং রাইয়ের সমর্থনে দার্জিলিংয়ের চকবাজারে জনসভা করেন তৃণমূল নেত্রী৷ তার ঠিক কিছুক্ষণ আগে পাহাড়ে রাজু সিং বিস্তের সমর্থনে নির্বাচনী প্রচার সারেন অমিত শাহ৷ এদিনের প্রচার মঞ্চ থেকে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ চকবাজারের মঞ্চ থেকে অমিত শাহকে পালটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘অমিত শাহ দার্জিলিংয়ের কিছুই চেনেন না৷ ভোট চাইতেই শুধুমাত্র হেলিকপ্টারে চড়ে এখানে এসেছেন৷’’

[ আরও পড়ুন: ভোটগ্রহণের শুরুতেই বিকল একাধিক ইভিএম, কারচুপির অভিযোগে সরব রবীন্দ্রনাথ ঘোষ]

গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বকেও যেমন আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই আবার এদিন তিনি দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু সিং বিস্তকেও খোঁচা দেন৷ তৃণমূল নেত্রী বলেন, ‘‘মণিপুর থেকে নিয়ে এসে প্রার্থী করা হয়েছে রাজু সিং বিস্তকে৷ ভোটের পর তিনি আবারও মণিপুর চলে যাবেন৷’’ নিজেদের উন্নয়নের স্বার্থে একমাত্র তৃণমূলের মনোনীত প্রার্থী অমর সিং রাইকে ভোট দেওয়া উচিত, তা এদিন আরও একবার পাহাড়বাসীকে মনে করিয়ে দেন দলনেত্রী৷ প্রথম দফার নির্বাচনের দিন জনসভায় গেরুয়া শিবিরকে আক্রমণের পাশাপাশি উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছেন তৃণমূল নেত্রী৷ পাহাড়ের উন্নয়নকে কোনওভাবেই থমকে দিতে রাজি নন রাজ্য সরকার, তা জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ জনসভা থেকে গোর্খা রেজিমেন্টকে স্যালুট জানান মুখ্যমন্ত্রী৷

The post পাহাড়ের আবেগ না বুঝে ভোট পাওয়াই লক্ষ্য, অমিত শাহকে খোঁচা মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement