shono
Advertisement
Helicopter

মাঝ আকাশে সংঘর্ষ দুই হেলিকপ্টারের! মৃত পাইলট, প্রকাশ্যে হাড়হিম ভিডিও

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দ্বিতীয় পাইলট।
Published By: Amit Kumar DasPosted: 09:08 AM Dec 29, 2025Updated: 09:10 AM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের জেরে মাটিতে আছড়ে পড়ল দুই হেলিকপ্টারের। মর্মান্তিক এই দুর্ঘটনার মৃত্যু হয়েছে কপ্টারের একজন পাইলটের। দ্বিতীয় জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গত রবিবার ভয়াবহ এই ঘটনা ঘটেছে আমেরিকার নিউ জার্সিতে। হাড়হিম সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, রবিবার সকাল ১১.২৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে আটলান্টিক কাউন্টির হ্যামনটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে। হ্যামনটন পুলিশ প্রধান কেভিন ফ্রিল বলেন, বিমানবন্দরের কাছে একটি বিমান দুর্ঘটনার খবর পেয়ে জরুরি ভিত্তিতে নিরাপত্তারক্ষীদের পাঠানো হয়। দমকলকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত কপ্টার দুটির আগুন নেভান। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সংঘর্ষের মুখে পড়া দুটি হল এনস্ট্রম এফ-২৮এ হেলিকপ্টার এবং দ্বিতীয়টি এনস্ট্রম ২৮০সি হেলিকপ্টার। দুর্ঘটনার সময় তাতে দু'জন পাইলটই ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক পাইলটের। দ্বিতীয়জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, সংঘর্ষের পর আকাশে পাক খেতে খেতে দ্রুত নিচের দিকে নামছে লাল রঙের একটি কপ্টার। কিছুক্ষণের মধ্যেই সেটি চোখের আড়াল হয়ে যায়। দ্বিতীয় আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দূরে গাছপালার পিছন থেকে কালো ধোঁয়া উঠে আকাশ ঢেকে দিচ্ছে।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীদের দাবি, হতে পারে দৃশ্যমানতা কম থাকার কারণে পাইলটরা সামনে কিছু দেখতে পাননি। যদিও এখনই স্পষ্ট করে এবিষয়ে কিছু বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের জেরে মাটিতে আছড়ে পড়ল দুই হেলিকপ্টারের।
  • মর্মান্তিক এই দুর্ঘটনার মৃত্যু হয়েছে কপ্টারের একজন পাইলটের।
  • দ্বিতীয় জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement