shono
Advertisement
Murshidabad

মানসিক ভারসাম্যহীন তরুণীকে 'ধর্ষণ', পালাতে গিয়েই পুলিশের জালে বাসচালক

ব্যাপক শোরগোল মুর্শিদাবাদের ফরাক্কায়।
Published By: Tiyasha SarkarPosted: 09:19 PM Dec 15, 2025Updated: 09:20 PM Dec 15, 2025

শাহাজাদ হোসেন, ফরাক্কা: মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ বাসচালকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল মুর্শিদাবাদের ফরাক্কায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শারীরিক পরীক্ষার পর নির্যাতিতার  গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, নির্যাতিতা মানসিক ভারসাম্যহীন। মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার ২ নম্বর কলোনির এিশূলি মোড় সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করে সে। স্থানীয়রা কমবেশি সকলেই তাকে চেনেন। এলাকার বাসিন্দা বিশ্বজিৎ হালদার জানান, এদিন সকালে তিনি দেখেন ওই তরুণী রাস্তায় বসে কান্নাকাটি করছে। কাছে যেতেই দেখেন কপালে আঘাতের চিহ্ন। স্বাভাবিকভাবেই বিশ্বজিৎ জানতে চান কী হয়েছে। তাতেই নির্যাতিতা জানান, এক বাসচালক শৌচাগারে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেছেন।

ত্রিশূল মোড়ে প্রতিদিন রাতেই বেশ কয়েকটি বেসরকারি বাস থাকে। নির্যাতিতার কথা শুনে তাকে নিয়ে সেখানেই হাজির হন বিশ্বজিৎ। তাঁদের দেখে এক চালক পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে স্থানীয়রা। খবর পেয়েই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ধৃতের নাম সফিকুল শেখ। ইতিমধ্যেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে আদালতে পেশ করা হয়েছিল। তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ বাসচালকের বিরুদ্ধে।
  • ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল মুর্শিদাবাদের ফরাক্কায়।
  • ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শারীরিক পরীক্ষার পর নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় গোপন জবানবন্দির জন্য।
Advertisement