shono
Advertisement
Murshidabad

বাইকে চেপে ফেরার পথে ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, খড়গ্রামে মৃত ৩

কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Kousik SinhaPosted: 08:40 PM Dec 15, 2025Updated: 08:40 PM Dec 15, 2025

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: খড়গ্রাম থেকে মোটরবাইকে চেপে বাজার করে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজন যুবকের। সোমবার ঘটনাটি ঘটে হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের উপর খড়গ্রাম থানার কাপাসডাঙ্গা সংলগ্ন রাইস মিলের কাছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনার পরেই ঘাতক ডাম্পারটিকে নিয়ে সুযোগ বুঝে পালিয়ে যায় চালক। যদিও চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন ছুটে আসেন। প্রথমে আহতদের উদ্ধারে স্থানীয় মানুষজন হাত লাগান। পুলিশ এসে দ্রুত তিনজনকে উদ্ধার করে খড়গ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় ওই তিনজনকে। সেখানেই তাঁদের মৃত্যু হয়।

মৃতরা হলেন আসলাম শেখ (১৬), আকাশ শেখ( ২৬) এবং ঈদ মোহাম্মদ (১২)। সকলের বাড়ি খড়গ্রাম থানার জটারপুর গ্রামে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, এদিন তিনজন যুবক খড়গ্রামের নগর গেছিলেন বাজার করার জন্য। ফেরার সময় মর্মান্তিক এই ঘটনা ঘটে। ইতিমধ্যে দেহগুলি ময়নাতদন্ত করার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পুলিশমর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় খড়গ্রামের জটারপুর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে ঘটনার জেরে বাদশাহী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তার উপরেই দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খড়গ্রামে ডাম্পার ও মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে মৃত তিন।
  • ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা।
  • কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement