Advertisement
নতুন বছরে নয়া নিয়ম, অনলাইনে ট্রেনের টিকিট কাটতে কী করতে হবে? জানাল IRCTC
অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে বড় পরিবর্তন ঘোষণা করেছে রেল।
রিজার্ভেশনের প্রথম দিনে ট্রেনের টিকিট বুক করা অনেক যাত্রীর জন্যই বড় চ্যালেঞ্জ। বুকিং খোলার কয়েক মিনিটের মধ্যেই প্রায় সব টিকিট বিক্রি হয়ে যায়। হতাশ হতে হয় বহু মানুষকে।
অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে বড় পরিবর্তন ঘোষণা করেছে রেল। এখন থেকে কেবলমাত্র আধার যুক্ত IRCTC অ্যাকাউন্ট অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড (ARP) খোলার দিন গুরুত্বপূর্ণ সময়ে অনলাইনে টিকিট বুক করতে পারবেন।
রেল জানিয়েছে, স্বচ্ছতা বৃদ্ধি, অপব্যবহার কমানো এবং বুকিং ব্যবস্থার উপর জনসাধারণের আস্থা ফেরাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারি নির্দেশিকা অনুসারে, ARP-এর প্রথম দিনে শুধুমাত্র আধার যুক্ত IRCTC অ্যাকাউন্ট ব্যবহারকারীরা অনলাইনে সংরক্ষিত আসনের টিকিট বুক করতে পারবেন। এই নিয়ম শুধুমাত্র IRCTC-এর মাধ্যমে অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
এর অর্থ আধার যুক্ত ব্যবহারকারীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের বুকিং-এ ১৬ ঘন্টা পর্যন্ত বিশেষ সুবিধা পাবেন।
এই পদক্ষেপের ফলে প্রকৃত যাত্রীরা সহজে টিকিট কাটতে পারবে এবং টিকিটের কালোবাজারি পুনঃবিক্রয় হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
Published By: Anustup Roy BarmanPosted: 04:54 PM Dec 30, 2025Updated: 07:11 PM Dec 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
