shono
Advertisement

‘ভোট নয়, পাশে থাকতে চাই’, পাহাড়ে প্রচার সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

গোটা দেশে ১০০ আসনও পাবে না বিজেপি, কার্শিয়াংয়ের সভা থেকে চ্যালেঞ্জ মমতার৷ The post ‘ভোট নয়, পাশে থাকতে চাই’, পাহাড়ে প্রচার সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:19 PM Apr 12, 2019Updated: 04:19 PM Apr 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুতেই মুখ ফসকালেন৷ দীর্ঘদিনের অভ্যাসবশত শুক্রবার কার্শিয়াংয়ের প্রচার সভা থেকে বিমল গুরুংকে স্বাগত জানিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সভা থেকে সমস্বরে বিরোধিতা হতেই ভুল বুঝতে পেরে ব্যাখ্যাও করলেন৷ স্বীকার করলেন, বিমল গুরুং দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী৷ কিন্তু অন্তিমত গুরুংয়ের কৃতকর্মের জন্য তৃণমূল তাঁকে সমর্থন করতে পারেনি৷ এটুকু হোঁচট খাওয়া ছাড়া অবশ্য এদিন দার্জিলিংয়ের প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পুরোটাই ছিল তাঁর প্রতিটি রাজনৈতিক সভার মতোই টানটান, আক্রমণাত্মক৷

Advertisement

                                             [ আরও পড়ুন: প্রচারে বাধা পুলিশের, থানার সামনে অবস্থান বিক্ষোভে অনুপম হাজরা]

বক্তব্যের শুরুতেই জানালেন, শুধুমাত্র ভোট চাইতেই তিনি পাহাড়ে যাতায়াত করেন না৷ পাহাড়বাসীর উন্নতির জন্যই তিনি ভাবেন বলেই সেখানে যান৷ উন্নয়নের ধারা অব্যাহত রাখলে চাইলে, পাহাড়বাসী যেন জোড়াফুলেই ভোট দেন, সেই আহ্বান জানান৷ এবার তৃণমূল প্রার্থী হিসেবে দার্জিলিং কেন্দ্র থেকে লড়ছেন সেখানকার ভূমিপুত্র মোর্চা নেতা অমর সিং রাই৷ তবে তৃণমূলের প্রতীকেই লড়ছেন তিনি৷ কেন তাঁকেই প্রার্থী করা হল, সেই ব্যাখ্যাও দিলেন মমতা৷ জানালেন, গোর্খাদের তিনি সম্মান করেন৷ পাহাড়বাসী যাতে তাঁদের নিজেদের মানুষকেই জনপ্রতিনিধি হিসেব পান, তার জন্যই বেছে নেওয়া হয়েছে অভিজ্ঞ মোর্চা নেতা অমর সিং রাইকে৷ পরবর্তীতে পাহাড়ে আইটি এবং কম্পিউটার ইন্ডাস্ট্রি তৈরির প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিমো৷ পাহাড় এবং সমতলের মেলবন্ধনের মাধ্যমে কাজ করার কথা বললেন৷ ভোট মিটে গেলে জিটিএ চুক্তিতে রদবদল হবে বলেও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গোর্খাদের জন্য আরও বেশি সুযোগসুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে৷

                                             [ আরও পড়ুন:  পুনর্নির্বাচনের দাবিতে অনড় বিজেপি, ভোটপর্ব মিটলেও উত্তপ্ত কোচবিহার]

কার্শিয়াংয়ের সভায় মুখ্যমন্ত্রীর আক্রমণের নিশানায় ছিলেন বিমল গুরুংরা৷ তাঁদের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘বিমল গুরুং, রোশন গিরিরা টাকা কামিয়ে বাইরে চলে গিয়েছেন ব্যবসা করতে৷ তাঁরা মাটির কাছাকাছি ছিলেন না৷ নিজেদের ভাইবোনদের জন্য কোনও কাজ করেনি৷ দার্জিলিংয়ের বিদায়ী সাংসদ আলুওয়ালিয়াকেও ২০১৪’র ভোটে জেতার পর থেকে দেখা যায়নি৷’ বিজেপিকে আক্রমণ করে মমতার বক্তব্য, ‘দিল্লির নেতারা পাহাড়ে গিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেন৷ ওঁরা যাবেন, আসবেন৷ কিন্তু তৃণমূল সর্বদাই পাহাড়বাসীর পাশে থাকবে৷ সেনার নামে আমরা ভোট করি না৷ সেনার নামে রাজনীতি করা মানে তাঁদের অসম্মান করা৷’

                                                       [ আরও পড়ুন: ভোটযুদ্ধে এবার ঘাটালে এই দুই বৃদ্ধই ‘দেব সেনাপতি’]

ফের এনআরসি ইস্যুতে তোপ দেগে তৃণমূল সুপ্রিমো পাহাড়বাসীকে সতর্ক করে দিলেন৷ তাঁর কথায়, ‘এনআরসি এখানে কিছুতেই হবে না৷ আপনারা এখন এখানকার নাগরিক৷ এনআরসি করতে দিলে আপনাদের সবাইকে বিদেশি বানিয়ে ছাড়বে৷ নাগরিকত্ব সংশোধনী বিলের নামে আপনাদের এখান থেকে বিতাড়িত করা হবে৷ যেমনটা অসমে হয়েছে৷ তাই বিজেপিকে দিল্লির মসনদে বসতে দেবেন না৷ দার্জিলিং থেকেই সেই বিরোধিতা শুরু হোক৷’ ভোটের ফলাফল নিয়েও বিজেপিকে কটাক্ষের সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়৷ বললেন, ৫৪৩-এর মধ্যে ১০০টি আসনও পাবে না বিজেপি৷ ২০১৪’র পুনরাবৃত্তি যাতে না হয়, অর্থাৎ দার্জিলিং আসনটি যাতে তৃণমূলের হাত ফসকে না যায়, সেই চেষ্টাতেই মরিয়া নেত্রী৷

The post ‘ভোট নয়, পাশে থাকতে চাই’, পাহাড়ে প্রচার সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement