shono
Advertisement

আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলপাঠ্যে মুখ্যমন্ত্রীর কবিতা

জানেন, কোন কবিতা পড়ানো হবে পড়ুয়াদের? The post আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলপাঠ্যে মুখ্যমন্ত্রীর কবিতা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:08 AM Dec 30, 2018Updated: 10:08 AM Dec 30, 2018

দীপঙ্কর মণ্ডল: রাজপথের সিগন্যালে যে গান শোনা যায় তা এবার আবৃত্তি করতে শেখানো হবে স্কুল পড়ুয়াদের। পথনিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কবিতা লিখেছেন। রাজ্যের স্কুল সিলেবাসে সেই কবিতা অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে মমতার কবিতা পড়ানো হবে। স্কুলশিক্ষা দপ্তরের এক আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন, “প্রতিষ্ঠাতাকে বাদ দিয়ে প্রতিষ্ঠান চলতে পারে না। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রতিষ্ঠাতা মুখ্যমন্ত্রী। তাই তাঁর কবিতা স্কুলপাঠ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

Advertisement

[২০১৯ শিশুর রং-তুলির টানে তৈরি হচ্ছে গ্রিটিংস কার্ড, যাবে মুখ্যমন্ত্রীর কাছে]

প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পথনিরাপত্তা বিষয়টি শেখানোর উপর জোর দিয়েছে সরকার। নিচু ক্লাসে ছবি আঁকা, নাটকে অভিনয় করা প্রভৃতি শেখানো হয়। রাস্তায় নেমে এবার সচেতনতার পাঠ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। শিক্ষকদের নির্দেশ দেওয়া হচ্ছে স্থানীয় থানায় চিঠি দিতে হবে। পুলিশ যাতে স্কুলে গিয়ে পথ নিরাপত্তা বিষয়ে ক্লাস নেয় তা নিশ্চিত করবে প্রশাসন। পথ নিরাপত্তার মূল কয়েকটি কথা পড়ুয়ারা শিখে যাতে তা ছড়িয়ে দিতে পারে তা নিশ্চিত করতে চায় স্কুলশিক্ষা দপ্তর। বিকাশ ভবনের এক কর্তা জানিয়েছেন, “স্বাস্থ্য ও শারীরশিক্ষায় কোন ক্লাসে কী পড়ানো হবে তা নিয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা ছিল না। মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের জন্য একটি বই তৈরি করেছে। নতুন বছরে বইটি কলকাতা-সহ সব জেলায় পাঠানো হবে। সেই বইতে মুখ্যমন্ত্রীর কবিতা আবৃত্তি শেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

[২ পুলিশকর্মীর মানবিক উদ্যোগে পথহারা বোনকে খুঁজে পেলেন দাদা]

১৭৬ পাতার এই বইটি লেখা হয়েছে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্য। মুখ্যমন্ত্রীর কবিতাটি আছে ১৩৬ পাতায়। ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের মমতার কবিতা আবৃত্তি শেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। মমতার কথা ও সুরে আছে কন্যাশ্রী প্রকল্পের থিম সংগীত। সেটিও স্কুল পাঠ্যে রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশিক্ষণ পুস্তিকার মুখবন্ধে পর্ষদের সভাপতি কল্যামণয় গঙ্গোপাধ্যায় স্কুলশিক্ষা দপ্তরের সিদ্ধান্তকে দেশের মধ্যে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। উচ্চ প্রাথমিক স্তরের ‘স্বাস্থ্য ও শারীরশিক্ষা’ বইটির রূপকার দ্বীপেন বসু। তিনি জানিয়েছেন, “পথ নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী উদ্যোগে শামিল হয়েছে স্কুলশিক্ষা দপ্তর। প্রত্যেক ক্লাসে বিষয়টি পড়ানো হয়। অনেক সময় পরীক্ষায় না এলে পড়ুয়ারা পড়তে চায় না। তাই বিষয়টি পাঠ্যক্রমে বাধ্যতামূলক করা হয়েছে।”

[নববর্ষের উপহার, মহিলা কর্মীদের জন্য ‘পিরিয়ড লিভ’ ঘোষণা কলকাতার সংস্থার]

মুখ্যমন্ত্রীর যে কবিতাটি স্কুলপাঠ্যে রাখা হচ্ছে সেটি হল–

সেফ সেফ সেফ ড্রাইভ, সেভ সেভ সেভ লাইফ।
সাবধান সাবধান সাবধান।
গাড়ি-ঘোড়া সব আস্তে চালান,
মানুষের জীবন আপনি বাঁচান।
হলুদ আলোতে রেডি হয়ে যান,
সবুজ আলোতে আস্তে চালান,
আপনারই হাতে আছে মানুষের প্রাণ।
লালবাতি দেখে তাই গাড়ি থামান,
একে অন্যের প্রাণ বাঁচান।
নিজে বাঁচুন অপরকে বাঁচান।
সেফ সেফ সেফ ড্রাইভ, সেভ সেভ সেভ লাইফ।
সিগন্যাল ভেঙে গাড়ি চালাবেন না,
হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না,
আপনার হাতে মানুষের প্রাণ
নিয়মটা মেনে তাই গাড়ি চালান।
তাড়াহুড়ো রেষারেষি করবেন না।
একে অন্যকে মারবেন না
সেফ সেফ সেফ ড্রাইভ, সেভ সেভ সেভ লাইফ।
প্রাণ বাঁচান প্রাণ বাঁচান।
নিজে বাঁচুন, অপরকে বাঁচান।

The post আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলপাঠ্যে মুখ্যমন্ত্রীর কবিতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement