সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রাতে বাড়ি ফিরে সবে বিশ্রাম করছিলেন, আচমকাই নেমে এল মৃত্যুর খাঁড়া! নিজের বাড়িতে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল গৌতম হালদার নামে বছর একান্নর টোটোচালকের। মঙ্গলবার সকাল হতে না হতেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকার গোপালনগর চক গ্রামে। খুনের নেপথ্যে তাঁর স্ত্রী রয়েছেন বলে অভিযোগ আত্মীয় ও প্রতিবেশীদের। অভিযোগ, প্রেমিকের সঙ্গে যোগসাজশে স্বামীকে হত্যার মূল ষড়যন্ত্রী স্ত্রীই। ঘটনার তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ। স্ত্রী, তাঁর প্রেমিক ও ১৪ বছরের পুত্রকে আটক করা হয়েছে।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
গোপালনগর চক গ্রামের বাসিন্দা গৌতম হালদার পেশায় টোটোচালক। বয় ৫১ বছর। জানা গিয়েছে, স্ত্রী মল্লিকার সঙ্গে সমস্যা চলছিল গৌতমবাবুর। প্রতিবেশীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মল্লিকার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এলাকার এক যুবকের সঙ্গে। তাই নিয়েই মূলত পরিবারে অশান্তি ছিল। এনিয়ে স্থানীয় পঞ্চায়েত সালিশি সভাও বসেছিল। তাতে অবশ্য তেমন কিছু সুরাহা হয়নি। মল্লিকাদেবী প্রেমের সম্পর্ক থেকে দূরে সরে আসেননি।
এই পরিস্থিতিতে সোমবার রাতে নিজের বাড়িতে ফেরার পর আচমকাই খুন হয়ে যান গৌতমবাবু। দেহ উদ্ধারের পর দেখা যায়, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো হয়েছে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে গৌতমবাবুর স্ত্রী ও তার প্রেমিককে আটক করা হয়েছে। ১৪ বছরের মেয়েকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এমন নৃশংস হত্যাকাণ্ডে তীব্র উত্তেজনা এলাকায়। দ্রুত ঘটনার কিনারা করতে তৎপর তদন্তকারীরা।