shono
Advertisement

বাংলাদেশের অশান্তির ছবি বসিরহাটের বলে চালানোর চেষ্টা, ধৃত ১

বৃহস্পতিবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ গ্রেপ্তার করেছে শতদল ধাড়া নামে ওই ব্যক্তিকে। The post বাংলাদেশের অশান্তির ছবি বসিরহাটের বলে চালানোর চেষ্টা, ধৃত ১ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:06 PM Jul 13, 2017Updated: 03:36 PM Jul 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বসিরহাটের ঘটনার নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি পোস্ট করে ধৃত এক ব্যক্তি। বৃহস্পতিবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ গ্রেপ্তার করেছে শতদল ধাড়া নামে ওই ব্যক্তিকে।

Advertisement

[ এবার দেশবাসীকে নিরাপত্তা দিতে উদ্যোগ বাবা রামদেবের ]

এক ফেসবুক পোস্ট থেকে বসিরহাটে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও ফেসবুককে ব্যবহার করেই তা বন্ধ করার চেষ্টা করেন বহু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। কিন্তু এর ব্যতিক্রমও চোখে পড়েছে। ক্রমাগত প্ররোচনামূলক পোস্ট করে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলার চেষ্টা করা হয়। হরিয়ানার এক বিজেপি নেত্রী ভোজপুরি সিনেমার দৃশ্যকে বাংলার নারীর শ্লীলতাহানি বলে তুলে ধরেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাই সে কারচুপি ধরে ফেলে সচেতনতা ছড়িয়ে দেন। পরে নূপুর শর্মা নামে এক বিজেপি নেত্রী গুজরাট দাঙ্গার ছবি বসিরহাটের বলে চালানোর চেষ্টা করেন। তাঁর নামে জোড়া এফআইআর দায়ের হয়। ভুয়ো পোস্ট ছড়ানোর অভিযোগে গ্রেপ্তারও করা হয় এক ব্যক্তিকে। এদিকে ফেসবুকে ভুয়ো ভিডিও পোস্ট করে গ্রেপ্তার হন আসানসোলের বিজেপির আইটি সেলের সম্পাদকও। ক্রমাগত বসিরহাটের অশান্তির নামে ভুয়ো ফেসুবক পোস্টের হিড়িক পড়েছে। একের পর এক গ্রেপ্তারিতেও তা যে কমেনি, তাইই দেখা গেল। এবার হরিদ্বারের ব্যক্তি শতদল ধাড়া বাংলাদেশের অশান্তির ছবি পোস্ট করে বসিরহাটের দাঙ্গা বলে চালাতে চাইলেন। এমনিতেই ভুয়ো পোস্ট রুখতে কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সেইমতো পুলিশের সাইবার ক্রাইম বিভাগ গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে।

মন্দারমণি-উদয়পুরের বিচে দেদার বিকোচ্ছে নকল মদ, জোড়া বিপদে পর্যটকরা ]

পুলিশের তরফে বারবার এই ধরনের ভুয়ো পোস্টের ব্যাপারে সচেতন করা হয়েছে সাধারণ নাগরিককে। সাধারণ মানুষও যথেষ্ট সাবধানতা অবলম্বন করছে। তা সত্ত্বেও একের পর এক পোস্ট করে প্ররোচনা দেওয়ার প্রবণতা কমছে না। একই ঘটনায় আরও এক গ্রেপ্তারি যেন সে ইঙ্গিতই দিচ্ছে।

The post বাংলাদেশের অশান্তির ছবি বসিরহাটের বলে চালানোর চেষ্টা, ধৃত ১ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement