shono
Advertisement

পরকীয়ায় প্রতিবাদের মাশুল, মাথা নেড়া করে স্ত্রীকে হেনস্তা যুবকের

অভিযুক্তকে আটক করেছে পুলিশ। The post পরকীয়ায় প্রতিবাদের মাশুল, মাথা নেড়া করে স্ত্রীকে হেনস্তা যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:10 PM Jan 25, 2019Updated: 08:18 PM Jan 25, 2019

নন্দন দত্ত, সিউড়ি:  পরকীয়া নিয়ে বারবার গন্ডগোল। অশান্তি চরমে ওঠায় ব্লেড দিয়ে মাথা নেড়া করে স্ত্রীকে হেনস্তা করল এক যুবক। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বীরভূমের মুরারইয়ে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Advertisement

[বাড়ি থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ, স্ত্রীর চাপে আত্মহত্যা দাবি পরিবারের]

বীরভূমের মুরারইয়ের মকোয়া গ্রামে থাকে নজরুল শেখ। সম্প্রতি কাজের সন্ধানে মুম্বইয়ে যায় নজরুল।  গ্রামের বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকেন তার স্ত্রী। অভিযোগ, ভিনরাজ্যে কাজে গিয়ে সেখানকার এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে নজরুল। এই নিয়ে স্বামী-স্ত্রী নিত্য অশান্তি লেগেই থাকত। নজরুলের স্ত্রী জানান, দিন দশেক আগে মুম্বই থেকে বাড়িতে ফিরেছে নজরুল। পরকীয়া নিয়ে প্রতিবাদ করায় ফের স্বামীর সঙ্গে অশান্তি হয় তাঁর। পরিস্থিতি চরমে পৌঁছায় বৃহস্পতিবার বিকেলে। অভিযোগ, স্ত্রীর হাত-পা বেঁধে ব্লেড দিয়ে মাথা নেড়া করে দেয় নজরুল।  এরপরই নজরুল শেখের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে মুরারই থানার  অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বীরভূমের মুরাইয়ের মকোয়া গ্রামে। 

আইনের চোখের পরকীয়া অপরাধ নয়। স্বামীর সঙ্গে অন্য মহিলার সঙ্গে সম্পর্কে মেনে নেওয়ার স্ত্রীর পক্ষে কার্যত অসম্ভব। কিন্তু, প্রতিবাদে করলেই তাঁদের কপালে জোটে লাঞ্ছনা। কখনও কখনও আবার স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগও ওঠে। দিনকয়েক আগেই পরকীয়ার প্রতিবাদে করায় বর্ধমানে মরতে হয়েছিল এক গৃহবধূকে। স্বামীই তাকে পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ। 

ছবি: সুশান্ত পাল

[ একইসঙ্গে পঞ্চকন্যার মা হলেন বধূ, শোরগোল কোচবিহারে]

The post পরকীয়ায় প্রতিবাদের মাশুল, মাথা নেড়া করে স্ত্রীকে হেনস্তা যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement