জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: প্রতিবেশী ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগে উত্তাল উত্তর ২৪ পরগনার নাটাবেরিয়া। ঊষা বালা নামের এক মহিলার অভিযোগ, তাঁর প্রতিবেশী অঘোর বিশ্বাস সোমবার সকালে তাঁর স্বামীকে কুপিয়ে খুন করেছেন। মৃত ব্যক্তির নাম রঞ্জিত বালা।
ঘটনা বাগদার নাটাবেরিয়া কুজারবাগী সর্দারপাড়া এলাকার। মৃত রঞ্জিতের স্ত্রী ঊষা বালা জানান, অঘোর বিশ্বাস তাঁদের প্রতিবেশী। অভিযোগ, অঘোর সন্দেহ করতেন যে তাঁর স্ত্রীর সঙ্গে রঞ্জিতের সম্পর্ক আছে। তাঁরা ফোনে কথা বলতেন। এই নিয়ে এদিন সকালে রঞ্জিত ও অঘোরের সঙ্গে বচসা বাধে। এরপরই মেজাজ হারিয়ে রঞ্জিত বালাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন অঘোর। রঞ্জিত বালার বুকে এবং হাতে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঊষা বালা তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর বাগদা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।
[আরও পড়ুন: এশিয়া কাপে কামব্যাক করলেন রাহুল-শ্রেয়স, সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া]
মৃত রঞ্জিত বালার মেয়ে মৌসুমী বালা জানান, “গত চারদিন এই বাড়িতে আছি। সকালে ঘরে ছিলাম। বাবা বাড়ির উঠোনে মুরগির খাঁচা তৈরি করছিল। ঘরের ভিতর থেকে শুনতে পাই মা চিৎকার করছে। বাইরে এসে দেখি বাবার বুকে, হাতে আঘাতের চিহ্ন। পাশে ধারালো অস্ত্র হাতে দাঁড়িয়ে অঘোর বিশ্বাস। রক্তাক্ত পরিস্থিতি দেখেই সে পালিয়ে যায়। এলাকার কয়েকজন মিলে বাবাকে হাসপাতালে নিয়ে যায়।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, রঞ্জিত বালার প্রতিবেশী অঘোর। গ্রামের অনেকের সঙ্গেই অভব্য আচরণ করে থাকেন। কিছু হলেই দা দিয়ে কোপাতে চলে আসেন। এর আগেও এলাকায় বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকী নিজের শ্বশুর-শাশুড়িকেও আক্রমণ করেছেন বলে দাবি স্থানীয়দের। আর এদিনের ঘটনার পর এলাকার উত্তেজিত জনতা অঘোর বিশ্বাসের বাড়ি ভাঙচুর করে৷ প্রথমে পালিয়ে গেলেও পরে পুলিশের জালে ধরা পড়েন অঘোর।
