মাঝরাতে কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ! উড়ল গ্যারাজের ছাউনি। ঘটনাকে কেন্দ্র করে রাত থেকে উত্তপ্ত এলাকা। ঘটনায় ইতিমধ্যেই লেগেছে রাজনীতির রং। তৃণমূলের দাবি, এই ঘটনার নেপথ্যে আইএসএফ। এদিকে নওশাদের দলের দাবি, নির্বাচনের জন্য বোমা মজুত করে রেখেছিলেন তৃণমূল নেতা। দু'পক্ষের অভিযোগ শুনে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবুনি গ্রামের বাসিন্দা কুতুবুদ্দিন পাইক। তিনি গ্রামের বুথ সভাপতি। অন্যান্যদিনের মতোই শুক্রবার রাতেও কুতুবুদ্দিন পাইকের বাড়ির গ্যারাজে রাখা ছিল গাড়ি। মধ্যরাতে আচমকা বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। ছুটে গিয়ে দেখেন গাড়ির কাচ ভাঙা, উড়ছে গ্যারাজের অ্যাসবেস্টের ছাউনি। রাতেই খবর দেওয়া হয় থানায়। কুতুবউদ্দিনের অভিযোগ, আগেও তাঁর বাড়িতে বোমাবাজি হয়েছে। আইএসএফ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছিল সেবার। এবারও ঘটনার নেপথ্যে নওশাদের দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা।
তৃণমূল নেতা কুতুবুদ্দিনের সাফ কথা, অভিযুক্তদের গ্রেপ্তার করতেই হবে। গোটা ঘটনায় প্রবল আতঙ্কে স্থানীয়রা। কতদিনে এই এলাকা শান্ত হবে, সেটাই প্রশ্ন তাঁদের। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
