shono
Advertisement
Kolkata Police

পুলিশ প্রশাসনে বড় রদবদল, ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের নতুন নগরপাল সুপ্রতিম সরকার

এছাড়া এসটিএফের, এডিজি হলেন জাভেদ শামিম। কলকাতার বর্তমান নগরপাল মনোজ বর্মাকে নিরাপত্তা উপদেষ্টা পদে বসানো হয়েছে। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল হলেন এডিজি, আইনশৃঙ্খলা। 
Published By: Sucheta SenguptaPosted: 08:46 PM Jan 30, 2026Updated: 11:16 PM Jan 30, 2026

সদ্য অবসর নিয়েছেন আইপিএস রাজীব কুমার। তাঁর পরবর্তী সময়ে রাজ্য পুলিশের ডিজি কে হবেন, তা নিয়ে টানাপোড়েন চলছিল। তার মাঝেই পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘোষণা করা হল। ভারপ্রাপ্ত ডিজি পদে এলেন আইপিএস পীযূষ পাণ্ডে। কলকাতা পুলিশের কমিশনার হলেন এডিজি, দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এছাড়া আরও বেশ  কয়েকটি পদে রদবদল করা হয়েছে। এসটিএফের, এডিজি হলেন জাভেদ শামিম। কলকাতার বর্তমান নগরপাল মনোজ বর্মাকে নিরাপত্তা উপদেষ্টা পদে বসানো হয়েছে। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল হলেন এডিজি, আইনশৃঙ্খলা। ২০২৪ সালে আর জি করে চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর জনতার চাপে তাঁকে কলকাতার সিপি পদ থেকে সরিয়ে এসটিএফে বদলি করা হয়েছিল।

Advertisement

সদ্য ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে এর আগে ডিরেক্টর সিকিউরিটি থেকে কারা, ট্রাফিক বিভাগের এডিজি পদ সামলেছেন। অভিজ্ঞতার ভিত্তিতে তাঁকে বেছে নিল নবান্ন। এছাড়া শুক্রবার আরও কয়েকটি কমিশনারেটে পুলিশকর্তাদের বদলি করা হয়েছে। আট মহিলা থানার ওসি এবং ১৫ জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে বলে খবর।

শুক্রবার সন্ধ্যায় নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী -

  • ভারপ্রাপ্ত ডিজি পদে এলেন আইপিএস পীযূষ পাণ্ডে।
  • কলকাতা পুলিশের কমিশনার হলেন এডিজি, দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। 
  • এসটিএফের, এডিজি হলেন জাভেদ শামিম। তিনি ছিলেন এডিজি, আইনশৃঙ্খলা।
  • কলকাতার বর্তমান নগরপাল মনোজ বর্মা হলেন নিরাপত্তা উপদেষ্টা।
  • প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল হলেন এডিজি, আইনশৃঙ্খলা। 
  • হাওড়া কমিশনারেটের সিপি হলেন আইপিএস আকাশ মেঘারিয়া।
  • বারাকপুর কমিশনারেটের দায়িত্বে এসেছেন হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠি।
  • বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন সিপি পদে এসেছেন বারাকপুরের কমিশনার মুরলীধর।

জানা যাচ্ছে, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডিজির দায়িত্ব পেয়েছেন অনুজ শর্মা। সিদ্ধনাথ গুপ্তকে ডিজি (কারা) পদে আনা হয়েছে। কলকাতা পুলিশের ৫২ জন ইন্সপেক্টরের রদবদল করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৭ জনই কলকাতার বিভিন্ন থানার ওসি ও অতিরিক্ত ওসি। এছাড়াও শহরের আটটি মহিলা থানার ওসিরও রদবদল হয়েছে। এ ছাড়াও ১১ জন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার ও চারজন মহিলা অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনারেরও লালবাজার বদলি করেছে। 

সম্প্রতি আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আনন্দপুর থানার অতিরিক্ত ওসিকে বদলি করা হয়েছে। প্রকৃতেশ ঘোষ তপসিয়া থানার ওসির দায়িত্বে। আনন্দপুর থানার নতুন ওসি হলেন হরিদেবপুর থানার ওসি প্রসূন দে সরকার। ভোটের আগে রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে একাধিক আইপিএসের রদবদলের নেপথ্যে রাজ্য প্রশাসন অতি বিচক্ষণতার পরিচয় দিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement