shono
Advertisement

রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, একধাক্কায় কমবে তাপমাত্রা

বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি।
Posted: 09:29 AM Aug 08, 2023Updated: 09:29 AM Aug 08, 2023

নিরুফা খাতুন: মঙ্গলবার রাজ্যজুড়ে (West Bengal) ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কলকাতাতেও (Kolkata) দিনভর মেঘলা আকাশের সঙ্গে মাঝারি বৃষ্টির (Rainfall) পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর (Met Department) সূত্রে জানা গিয়েছে, বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলেই জানা গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। বুধবারও আবহাওয়ার একই পরিস্থিতি থাকবে বলেই জানা গিয়েছে।

Advertisement

পার্বত্য এলাকার দার্জিলিং ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তাছাড়াও উত্তরবঙ্গের পাঁচ জেলায়ও ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বুধবার উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মঙ্গলবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

[আরও পড়ুন: কাটা মুন্ডুর পর পা, বক্সায় ফের উদ্ধার হাতির দেহাংশ]

মঙ্গলবার বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দিনভর আকাশের মুখ ভার থাকবে। হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তার জেরে শহরের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। প্রসঙ্গত, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বৃষ্টি হয়েছে ১৫.১ মিলিমিটার। তবে বুধবার থেকে কলকাতার আবহাওয়ার সামান্য উন্নতি হতে পারে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা ট্রেলারের, দুই মহিলা-সহ মৃত তিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement