shono
Advertisement

ভরা বাজারে রক্তের হোলি, গলা কেটে খুন দু’জনকে

‘যে আমার সামনে আসবে তাকেই খুন করব’, বলে হুঙ্কার ছাড়ে ওই ব্যক্তি৷ The post ভরা বাজারে রক্তের হোলি, গলা কেটে খুন দু’জনকে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:13 PM Jan 17, 2017Updated: 05:48 PM Jan 17, 2017

ব্রতীন দাস, শিলিগুড়ি: ভরা বাজারে হানা দিয়ে রক্তের হোলিতে মাতল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি৷ আচমকা মাংসের দোকান থেকে চপার তুলে নিয়ে মুরগি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করে সে৷ এখানেই শেষ নয়. পাশের রাস্তা দিয়ে গ্রাম পঞ্চায়েতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে যাচ্ছিলেন এক মহিলা৷ আচমকা তাঁর দিকেও ধেয়ে এসে এলোপাথাড়ি কোপাতে শুরু করে ওই ব্যক্তি৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের৷ মঙ্গলবার দুপুরের এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির হাতিঘিসা বাজারে৷

Advertisement

মাংস বিক্রেতা মুন্সি বাস্কে (৫০) এবং চম্পা সারকিকে (৪৫) কুপিয়ে খুন করার পর রক্তমাখা চপার হাতেই দাপিয়ে বেড়াতে শুরু করে খুনি৷ আতঙ্কে মুহূর্তে বাজার খালি হয়ে যায়৷ দোকানের ঝাঁপ বন্ধ করে পালাতে শুরু করেন ব্যবসায়ীরা৷ উন্মত্ত ওই ব্যক্তি রাস্তার উপর দাঁড়িয়ে চপার ঘুরিয়ে চিৎকার করতে থাকে৷ ‘যে আমার সামনে আসবে তাকেই খুন করব’, বলে হুঙ্কার ছাড়ে ওই ব্যক্তি৷ লোকজন ভয়ে গুটিয়ে যায়৷ বন্ধ হয়ে যায় এলাকার যান চলাচল৷ কিছুক্ষণ পর স্থানীয়রা এসে তাকে ধরার চেষ্টা করে৷ কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি৷ উল্টে ওই ব্যক্তি পাল্টা তাড়া করতেই রণে ভঙ্গ দেন বাসিন্দারা৷ এভাবে প্রায় মিনিট পনেরো চলার পর ওই ব্যক্তি চপার ফেলে নকশালবাড়ির দিকে দৌড়তে শুরু করলে লোকজন তার পিছু নেয়৷ ইতিমধ্যে খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়৷ ওই ব্যক্তিকে আটক করে নকশালবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়৷

স্বস্তি ফেরে বাসিন্দাদের মধ্যে৷ যদিও ঘটনার আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠতে পারছেন না হাতিঘিসা বাজারের ব্যবসায়ীরা৷ ওই ব্যক্তিকে তাঁরা কোনও দিন দেখেননি বলে দাবি করেছেন৷ এদিকে পুলিশের দাবি, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন৷ তাকে কেউ উত্যক্ত করেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷

(বাংলার দাঁতালদের শায়েস্তা করতে ১৫ কন্নড় কুনকি)

(শ্রীনু খুনে হাত রয়েছে দিলীপ ঘোষের, বিস্ফোরক অভিযোগ স্ত্রী পূজার)

The post ভরা বাজারে রক্তের হোলি, গলা কেটে খুন দু’জনকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement