shono
Advertisement

বেড়াতে নিয়ে যাওয়ার নামে নাবালিকাকে অপহরণ, আপত্তিকর ছবি ছড়াল ‘প্রেমিক’

ফেরার অভিযুক্ত৷ The post বেড়াতে নিয়ে যাওয়ার নামে নাবালিকাকে অপহরণ, আপত্তিকর ছবি ছড়াল ‘প্রেমিক’ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:45 PM May 24, 2018Updated: 05:00 PM May 24, 2018

সৌরভ মাজি, কালনা:  বেড়াতে যাওয়ার নাম করে নাবালিকাকে ঘুমের ওষুধ খাইয়ে আপত্তিকর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷ বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায় বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে নাবালিকার পরিবারের তরফে বর্ধমান থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্ত এখনও অধরা৷ ইতিমধ্যেই ওই নাবালিকা পূর্ব বর্ধমান জেলা শাসকের সঙ্গে দেখা করানো হয়েছে৷ সঙ্গে নাবালিকার মা ও এক প্রতিবেশীর সঙ্গেও কথা বলেছে জেলা প্রশাসন৷

Advertisement

[ওপার বাংলা থেকে শান্তিনিকেতনে এল রবি ঠাকুরের ব্যবহৃত কেরোসিন বাতি]

জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, শিশুসুরক্ষা আধিকারিককে বিষয়টি দেখতে বলা হয়েছে। নাবালিকাদের সুরক্ষায় কড়া আইন রয়েছে। আইনি পথেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার কুণাল আগরওয়াল জানান, অভিযোগ পেয়েই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের সন্ধান চলছে।

[হাসনাবাদ থেকে গ্রেপ্তার ভাগাড় কাণ্ডের মূল অভিযুক্ত কওসর আলি ঢালি]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে ওই যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ওই নাবালিকার। গত বছরের এপ্রিলে ওই নাবালিকাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বীরভূমে নিয়ে গিয়েছিল ওই যুবক। সেখানে প্রায় আড়াই মাস রেখেছিল বলে অভিযোগ। পরে নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। তার পর তাকে হোমে পাঠানো হয়। কিছুদিন আগে বাড়ি ফেরে নাবালিকা। এরপরই ওই যুবক মামলা তোলার জন্য নাবালিকার উপর চাপ সৃষ্টি করতে থাকে বলে অভিযোগ। ব্ল্যাকমেল করতে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি ছড়িয়ে ওই দেয় ওই যুবক। সে নিজের পরিচয় গোপন করেই ওই নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়েছিল বলে অভিযোগ৷

The post বেড়াতে নিয়ে যাওয়ার নামে নাবালিকাকে অপহরণ, আপত্তিকর ছবি ছড়াল ‘প্রেমিক’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement