shono
Advertisement
Durgapur

মদ্যপান, জুয়ার আসরের বিরুদ্ধে থানায় অভিযোগ, প্রতিবাদীর গাড়িতে আগুন দুষ্কৃতীদের!

পুলিশ ঘটনার তদন্তে নেমে দুই দুষ্কৃতীকে আটক করেছে।
Published By: Suhrid DasPosted: 03:01 PM Jun 10, 2025Updated: 03:01 PM Jun 10, 2025

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: অভিযোগ, বাড়ির অদূরেই নিত্যদিন বসত মদ খাওয়া, জুয়ার আসর। গভীর রাত অবধি গালিগালাজ চলত বলে অভিযোগও রয়েছে। সেই ঘটনারই প্রতিবাদ করেছিলেন সুবীর সরকার নামে এক বাসিন্দা। থানাতে অভিযোগও জানিয়েছিলেন। মদ খাওয়া, জুয়ার আসরের প্রতিবাদ করায় রীতিমতো হামলা চালানো হয় তাঁর বাড়িতে। রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া চারচাকা গাড়ি। ঘটনায় আতঙ্কিত পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মহানন্দাপল্লি এলাকায়। কোকওভেন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, কোকওভেন থানার ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবীর সরকার। তাঁর বাড়ির পিছনেই একটি পার্ক আছে। অভিযোগ, রাত বাড়লেই সেখানে চলে অসামাজিক কাজকর্ম। মদ খাওয়া, জুয়ার আসর বলে অভিযোগ। মধ্যরাত পর্যন্ত দুষ্কৃতী দৌরাত্ম্য চলে বলে অভিযোগ। তারই প্রতিবাদে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি। সম্প্রতি কোকওভেন থানার পুলিশ ঘটনার তদন্তে আসে। অভিযোগ, পুলিশের সামনেই ওই ব্যক্তিকে দুষ্কৃতীরা হুমকি দিতে থাকেন। পুলিশ ঘটনাস্থল থেকে এক দুষ্কৃতীর বাইক আটক করে নিয়ে গিয়েছিল। আর তারপরেই কার্যত ওই পরিবারের উপর হামলার অভিযোগ উঠল।

বাড়ির সামনেই নিত্যদিন গাড়ি রাখেন সুবীর সরকার। গতকাল, সোমবার রাতে ওই চারচাকা গাড়িতেই আগুন ধরিয়ে দেওয়া হল বলে অভিযোগ। দাউদাউ করে জ্বলতে থাকে সেই গাড়ি। আগুন লাগার ঘটনা বুঝতে পেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। পরে কোনওরকমে ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে দুই দুষ্কৃতীকে আটক করেছে। আরও এক অভিযুক্তের খোঁজ চলছে। ঘটনায় আতঙ্কিত ওই পরিবার। ঘটনার প্রতিবাদে সরব এলাকার বাসিন্দারা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিযোগ, বাড়ির অদূরেই নিত্যদিন বসত মদ খাওয়া, জুয়ার আসর।
  • গভীর রাত অবধি গালিগালাজ করার অভিযোগও রয়েছে।
  • সেই ঘটনারই প্রতিবাদ করেছিলেন সুবীর সরকার নামে এক বাসিন্দা।
Advertisement