shono
Advertisement
TMC

টার্গেট তৃণমূলের যুব নেতা, বহরমপুরে লক্ষ্য করে চলল গুলি

তৃণমূল নেতার সন্দেহে ঘটনার নেপথ্যে বিরোধীরা রয়েছে।
Published By: Paramita PaulPosted: 10:37 AM Dec 29, 2024Updated: 10:37 AM Dec 29, 2024

কল্যাণ চন্দ, বহরমপুর: মুর্শিদাবাদে দুষ্কৃতী নিশানায় তৃণমূল নেতা! শনিবার রাতে বহরমপুর টাউন তৃণমূলের যুব সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়েছে দুষ্কৃতীরা। কে বার কারা কী উদ্দেশে এই ঘটনা ঘটাল তা স্পষ্ট নয়। তবে তৃণমূল নেতার সন্দেহে ঘটনার নেপথ্যে বিরোধীরা রয়েছে।

Advertisement

গতকাল গভীর রাতে চারচাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন যুব তৃণমূল নেতা পাপাই ঘোষ। বহরমপুরের রিংরোড হয়ে বাড়ির ঢোকার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। ওই ঘটনায় গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। তবে যুব তৃণমূল নেতা অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। জানা গিয়েছে, সবসময় পাপাই ঘোষের সঙ্গে একজন বেসরকারি নিরাপত্তারক্ষী থাকেন। গতকাল ঘটনার সময় তাঁর নিরাপত্তারক্ষী সঙ্গে ছিলেন না। সেই সুযোগে ওই যুব নেতার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ।

কে বা কারা ওই ধরনের ঘটনা ঘটাল, তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে পাপাই ঘোষ জানান, তিনি রাজনীতি করেন। বিরোধীরা কেউ ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকতেই পারেন। এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত করলেই দুষ্কৃতীরা ধরা পড়বে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর পুরসভার ৪ নং ওয়ার্ডে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুর্শিদাবাদে দুষ্কৃতী নিশানায় তৃণমূল নেতা!
  • বহরমপুর টাউন তৃণমূলের যুব সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল।
  • যদিও লক্ষ্যভ্রষ্ট হয়েছে দুষ্কৃতীরা।
Advertisement