দেবব্রত মণ্ডল, বারুইপুর: এবার শওকত মোল্লার পোস্টারে কালি! এমনকি পোস্টার ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায়। অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। দলীয় নেতাদের অভিযোগ তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এমএলএ কাপের জন্য বাসন্তী হাইওয়ের বালিগাদা মোড়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার পোস্টার সাঁটিয়ে গেট তৈরি করেছেন উদ্যোক্তারা। ভাঙড় ও ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে লাগানো হয়েছে এই প্রচার গেট। অভিযোগ, শনিবার রাতে বালিগাদা মোড়ে থাকা প্রচার গেটের বিধায়কের ছবিতে কে বা কারা পোড়া মোবিল লাগিয়ে দেয়। এমনকী, বেশকিছু জায়গায় ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই কুকীর্তির অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে।