shono
Advertisement

ফের গণপিটুনির ঘটনায় আসানসোলে চাঞ্চল্য, মৃত অজ্ঞাত পরিচয় যুবক

এক সপ্তাহে এই নিয়ে চারটি গণপিটুনির ঘটনা ঘটল আসানসোলে৷ The post ফের গণপিটুনির ঘটনায় আসানসোলে চাঞ্চল্য, মৃত অজ্ঞাত পরিচয় যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:22 PM Sep 11, 2019Updated: 02:26 PM Sep 11, 2019

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: এক সপ্তাহে এই নিয়ে চতুর্থবার৷ হীরাপুর, জামুরিয়া, কুলটির পর ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটল আসানসোলের সালানপুরের দেন্দুয়া রেলগেট এলাকায়৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় এক যুবকের৷ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে থেকে উত্তেজনা ছড়িয়েছে সালানপুরে৷ ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Advertisement

[ আরও পড়ুন: অবশেষে স্বস্তির বৃ্ষ্টি, আগামী ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস ]

জানা গিয়েছে, বুধবার সকালে ওই যুবকে সালানপুরের দেন্দুয়া রেল গেটের সামনে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বস্তির বাসিন্দা৷ কোন জায়গা থেকে সে এসেছে, কী কারণে এলাকায় ঘোরাফেরা করছে ইত্যাদি প্রশ্ন করলে, উত্তর দিতে পারেনা সে৷ অভিযোগ, এরপরই ওই যুবকে প্রথমে একটি পোলের সঙ্গে বাঁধে স্থানীয় বাসিন্দারা৷ তারপর তাকে ব্যাপক মারধর করতে শুরু করে৷ অজ্ঞান হয়ে যায় ওই যুবক৷ মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ৷ থানার এএসআই
মিঠুন মণ্ডলের সামনেই ওই যুবককে স্থানীয়রা মারধর করে বলে অভিযোগ উঠেছে৷ এরপর কোনওক্রমে তাকে বাসিন্দাদের রোষানল থেকে বাঁচিয়ে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ এবং সেখানে যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও তাদের হাতে এসেছে৷ সেই ভিডিও থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে৷

[ আরও পড়ুন: বউবাজারের আতঙ্ক হাওড়ায়, প্রায় ৪০০টি বাড়ি বিপজ্জনক ঘোষণা পুরসভার ]

গত এক সপ্তাহে এই নিয়ে চতুর্থবার গণপিটুনির ঘটনা ঘটল আসানসোলে৷ হীরাপুরে গণপিটুনির ঘটনা আটকাতে গেলে আক্রান্ত হয় পুলিশ কর্মী৷ জামুরিয়াতেও এক অজ্ঞাত ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটে৷ সেখানেও আক্রান্ত হয় পুলিশ৷ সম্প্রতি কুলটির সীতারামপুরেও এক বয়স্ক ব্যক্তিকে শিশু চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মারধর করা হয়৷ জেলায় গণপিটুনির ঘটনা বাড়তে থাকায় নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিংও শুরু করেছে পুলিশ৷ এমনকী, বিধানসভায় গণপিটুনি প্রতিরোধী বিলও পাশ করেছে রাজ্যে সরকার৷ যা শীঘ্রই আইনে পরিণত হবে৷ কিন্তু তাতেও যে কাজের কাজ হচ্ছে না, বুধবার সালানপুরের ঘটনাই তার প্রমাণ৷

The post ফের গণপিটুনির ঘটনায় আসানসোলে চাঞ্চল্য, মৃত অজ্ঞাত পরিচয় যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার