shono
Advertisement

Breaking News

Anant Maharaj

'মোদি বাংলাদেশি, মুর্মুও বাংলাদেশি', SIR প্রক্রিয়ায় ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ

তাঁর এই মন্তব্যে ঝড় কোচবিহার জেলাজুড়ে।
Published By: Subhankar PatraPosted: 03:20 PM Dec 28, 2025Updated: 04:15 PM Dec 28, 2025

বিক্রম রায়, কোচবিহার: এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজবংশী বিজেপি নেতা অনন্ত মহারাজের। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি। কাগজ তাহলে কাকে দেখানো হবে? বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ। তাঁর আরও বক্তব্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ গেলে ভোটারদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে! বন্ধ করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টও। কোনও পরিষেবা পাবেন না, এই প্রক্রিয়ায় বাদ যাওয়া ভোটাররা। তাঁর এই মন্তব্যে ঝড় কোচবিহার জেলাজুড়ে।

Advertisement

দিনহাটার সিতাই ব্লকের আদাবাড়ি ঘাটে একটি কর্মসূচিতে যোগ দেন অনন্ত মহারাজ। সেখানেই তিনি বিস্ফোরক অভিযোগ করেন। দাবি করেন, এসআইআর তালিকায় নাম বাদ গেলে পাঠিয়ে দেওয়া হবে ডিনেটশন ক্যাম্পে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা বলেছেন বলে দাবি অনন্তের। ডিটেনশন ক্যাম্পে রেখে সেই ভোটার বাংলাদেশি না ভারতীয় তা প্রমাণ করা হবে। তারপরই তিনি বলেন, "প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি। প্রমাণটা কে করবে? ওঁরাই তো বাংলাদেশি।" তাঁর যুক্তি, "দেশের মাথারাই বাংলাদেশি, আমরা কাকে কাগজ দেখাব।"

এসআইআর নিয়ে একাধিকবার বিভিন্ন মন্তব্য করতে শোনা গিয়েছে, কোচবিহারের নেতা নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। নিজের বাড়িতে মুসলিম ধর্মগুরুদের নিয়ে আলোচনাতেও বসতে দেখা গিয়েছিল তাঁকে। এবার তোপ দাগলেন দেশের প্রশাসনিক প্রধানদের। এবিষয়ে কোচবিহারের এক তৃণমূল নেতা বলেন, "অনন্ত মহারাজ যেহেতু বিজেপির রাজ্যসভার সাংসদ, তাই তিনি নিশ্চয় খোঁজখবর নিয়ে এই বিবৃতি দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হোক।" অপরপক্ষে বিজেপি নেতা বলেন, "অনন্ত মহারাজ কী বলছেন আমার জানা নেই। বিষয়টি খোঁজ খবর নেব। তারপর যা বলার বলব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজবংশী বিজেপি নেতা অনন্ত মহারাজের।
  • রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি। কাগজ তাহলে কাকে দেখানো হবে?
  • বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ।
Advertisement