নিরুফা খাতুন: তীব্র দাবদাহের মাঝে গত দু, তিনদিনের কয়েক পশলা বৃষ্টি খানিকটা স্বস্তি দিয়েছিল। উচ্চ তাপমাত্রার পারদ কিছুটা কমেছিল। তবে সেই বৃষ্টিতে বঙ্গে বর্ষা (Rainy Season) প্রবেশের কোনও লক্ষ্মণ ছিল না। তাই স্বস্তিও ছিল অস্থায়ী। কিন্তু সোমবার সুখবর শুনিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে (North Bengal) বর্ষা প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরুও হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ে। তবে দক্ষিণবঙ্গে আকাশে এখনও মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে না। এখানে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। এই মুহূ্র্তে তৈরি হয়েছে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে একইসঙ্গে চলবে প্রাক বর্ষার বৃষ্টি এবং তাপ প্রবাহ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোম কিংবা মঙ্গলবার উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা। যদিও রাজ্যে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের নির্ধারিত দিন ছিল ৭ জুন। ক্যালেন্ডারের সেই হিসেব ওলটপালট করে দিয়ে বাংলায় এবার বিলম্বিত বর্ষা।
[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে ‘নজর’ NHRC’র, ডিজি আসায় এক্তিয়ার নিয়ে উঠছে প্রশ্ন]
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধসের আশঙ্কাও থাকছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত।
[আরও পড়ুন: মহাজোটেই পঞ্চায়েত ভোট, পাহাড়ে আত্মপ্রকাশ করল ‘ইউনাইটেড গোর্খা মঞ্চ’]
এদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। বৃষ্টি হলেও জারি থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়ায় গরম বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ কোথাও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। কলকাতায় আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১ থেকে ৮৮ শতাংশ।
