shono
Advertisement

মনুয়াকে ফোনে স্বামীর চিৎকার শোনাতে এই নৃশংস কাজটি করে অজিত

দিনদুপুরেই নিত্যনতুন পুরুষবন্ধুদের সঙ্গে মদ্যপান করে হইহুল্লোড় করত মনুয়া৷ The post মনুয়াকে ফোনে স্বামীর চিৎকার শোনাতে এই নৃশংস কাজটি করে অজিত appeared first on Sangbad Pratidin.
Posted: 10:54 AM May 22, 2017Updated: 05:27 AM May 22, 2017

ব্রতদীপ ভট্টাচার্য: অনুপমকে মারতে লোহার রড দিয়ে পিটিয়েছিল অজিত৷ সে ঘটনার ‘লাইভ টেলিকাস্ট’ ফোনে শুনেছিল মনুয়া৷ এ তথ্য আগেই দিয়েছে পুলিশ৷ তবে এবার যা জানা যাচ্ছে তা আরও রোমহর্ষক৷ মনুয়াকে তার স্বামীর আর্তনাদ শোনানোর জন্য লোহার রডটি অনুপমের মুখে ঢুকিয়ে খোঁচায় অজিত৷ তার পর হাতের শিরা কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত করে৷

Advertisement

[স্কুলে ‘গীতা’ বাধ্যতামূলক করতে সংসদে বিল আনছেন বিজেপি সাংসদ]

বারাসতের ‘লাইভ মার্ডার কাণ্ড’-র তদন্ত যত এগোচ্ছে এমনই আরও হাড় হিম করা তথ্য উঠে আসছে৷ যা শুনে সাধারণ মানুষ তো বটেই, দুঁদে পুলিশ অফিসারদেরও রাতের ঘুম উড়ে গিয়েছে৷ পুলিশ সূত্রে খবর, জেরায় অজিত জানিয়েছে, সুপারি কিলারকে নিয়ে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে ছিল সে৷ অনুপম ঢুকতেই অতর্কিতে হামলা চালায়৷ রডের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন অনুপম৷ মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে আসে৷ অজিতের ফোন থেকে গোটা ঘটনার লাইভ টেলিকাস্ট শুনছিল অনুপমের স্ত্রী মনুয়া৷ তবে সেই অস্ফুট চিৎকার তার কানে যায়নি৷ অজিতকে সে বলে, “চেঁচাচ্ছে না কেন?” তারপর স্বামীর মৃত্যু নিশ্চিত করতে নিজেই নির্দেশ দেয় মনুয়া৷ তার কথামতো লোহার রডটি অনুপমের মুখে ঢুকিয়ে খোঁচাতে শুরু করে অজিত৷ যন্ত্রণায় শেষবারের মতো একবার আর্তচিৎকার করে অনুমপ৷ সেই চিৎকার শুনে ‘শিওর’ হয় মনুয়া৷ তারপর অনুপমের হাতের শিরা কেটে শেষ কোপটা মারে অজিত৷ পুরো ঘটনাটা ফোনে শোনার সময় একবারও গলা কাঁপেনি মনুয়ার৷ জেরায় ভেঙে পড়ে অজিত পুলিশকে একথা জানিয়েছে৷

অজিতই জানিয়েছে, সে ছাড়াও একাধিক পুরুষ সঙ্গী আছে মনুয়ার৷ হৃদয়পুরের অনুপমের প্রতিবেশীরাও একই কথা বলছেন৷ ফি দুপুরে নিজের স্কুটির পিছনে বসিয়ে এক-একদিন এক-একজনকে বাড়িতে নিয়ে আসত ওই গৃহবধূ৷ অনুপম বাড়ি ফেরার আগে তারা চলে যেত৷ রাজনৈতিক উপর মহলে চেনাজানা থাকার সুবাদে মনুয়াকে ঘাঁটাতেন না প্রতিবেশীরা৷ তবে সম্প্রতি ফুর্তির মাত্রা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছিল৷ দিনদুপুরেই মদ্যপান করে হইহুল্লোড় করত মনুয়ারা৷ সেই আওয়াজেই অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করার কথা ভেবেছিলেন প্রতিবেশীরা৷ তবে প্রয়োজন হয়নি৷ তার আগেই জেলে চলে গেল মনুয়া৷ বাপের বাড়ির পাড়াতেও মনুয়ার ‘রেপুটেশন’ একই৷ বিয়ের আগেও সারাদিনই বিভিন্ন পুরুষসঙ্গী নিয়ে স্কুটিতে চড়ে বেড়াত৷ অন্ধকার, নির্জন অলি-গলিতেই তার বেশি বিচরণ ছিল৷ গত ২২ জানুয়ারি ঘটা করে প্রথম বিবাহবার্ষিকী অনুষ্ঠিত হয়েছিল মনুয়া ও অনুপমের৷ পাড়া প্রতিবেশীরা সেদিন মনুয়াকে দেখে কেউ ভাবতেই পারেননি চার মাসের মাথায় এমন নৃশংস ঘটনা ঘটাবে সে৷

[রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন মানস-শান্তা, রয়েছেন ডেরেকও]

The post মনুয়াকে ফোনে স্বামীর চিৎকার শোনাতে এই নৃশংস কাজটি করে অজিত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement