shono
Advertisement
Murshidabad

সোনম কাণ্ডের ছায়া এবার মুর্শিদাবাদে, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন বধূর!

অভিযুক্ত বধূকে আটক করেছে পুলিশ। প্রেমিকের খোঁজে চলছে তল্লাশি।
Published By: Tiyasha SarkarPosted: 04:52 PM Jun 10, 2025Updated: 05:01 PM Jun 10, 2025

সাবিরুজ্জামান, লালবাগ: সোনমকাণ্ডের ছায়া এবার মুর্শিদাবাদে। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠল বধূর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের ভগবানগোলার সুবর্ণমবর্গী ডাকবাংলা এলাকায়। অভিযুক্ত বধূকে আটক করেছে পুলিশ। তার প্রেমিকের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম আলতাফ শেখ। তাঁর বয়স ৫৫ বছর। কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই বাইরে থাকতেন তিনি। সম্প্রতি ইদ উলপক্ষে বাড়ি ফেরেন তিনি। এরপরই জানতে পারেন প্রতিবেশী সালাম শেখের সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়েছে স্ত্রী ইদোলা বিবির। তা নিয়ে স্বাভাবিকভাবেই অশান্তি শুরু হয় দম্পতির মধ্যে। এরই মাঝে সোমবার সন্ধ্যায় আচমকা উধাও হয়ে যান আলতাফ, সালাম ও ইদোলা। পরিবারের তরফে তিনজনকেই ফোন করা হয়। কিন্তু কারও হদিশ মেলেনি। রিং হলেও কেউ ফোন ধরেননি। মঙ্গলবার সকালে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

সেই সময় ডাকবাংলা এলাকায় একটি পরিত্যক্ত দোকানের পাশ থেকে আলতাফ শেখের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই আলতাফের পরিবারের সদস্যরা দাবি করে, ঘটনার নেপথ্যে ইদোলা বিবি ও তার প্রেমিক সালাম। তাঁদের কথায়, খুন করে প্রমাণ লোপাটে ঝুলিয়ে দেওয়া হয়েছে যুবককে। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। মৃত্যুর কারণ ও ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক করা হয়েছে ইদোলা বিবিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোনমকাণ্ডের ছায়া এবার মুর্শিদাবাদে। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠল বধূর বিরুদ্ধে।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের ভগবানগোলার সুবর্ণমবর্গী ডাকবাংলো এলাকায়।
  • অভিযুক্ত বধূকে আটক করেছে পুলিশ। তার প্রেমিকার খোঁজে চলছে তল্লাশি।
Advertisement