সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন বাম জমানার ১০ বছরের মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। আগামী ২ জানুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিস পেয়ে রীতিমতো বিস্মিত প্রাক্তন মন্ত্রী। ইতিমধ্যেই কমিশনকে পালটা চিঠি দিয়েছেন তিনি।
রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব চলছে। হিয়ারিংয়ে বহু বৃদ্ধ-বৃদ্ধা, বিশেষ ক্ষমতাসম্পন্ন নাগরিকও ডাক পাচ্ছেন। এর প্রতিবাদে সোচ্চার তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, বৃদ্ধদের এভাবে হেনস্তা বরদাস্ত করা হবে না। মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে চিঠিও দিয়েছে তৃণমূল। এসবের মাঝেই শুনানিতে ডাক পেলেন বাম আমলের ১০ বছরের মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। কমিশনের তরফে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে তাঁকে। যা পেয়ে প্রাক্তন মন্ত্রী বলছেন, "আমি অবাক।"
কান্তিকে পাঠানো নোটিস।
জানা গিয়েছে, নোটিস পাওয়ার পরই কমিশনকে পালটা চিঠি দিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি উল্লেখ করেছেন, কত বছর বিধায়ক ছিলেন তিনি। কতবছর মন্ত্রিত্ব করেছেন। কাউন্সিলর ও বরো কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। এপ্রসঙ্গে কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, তিনি এনুমারেশন ফর্মে যাবতীয় নথি জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও কেন নোটিস, সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন মন্ত্রী। তবে কান্তিবাবু জানিয়েছেন তিনি নির্ধারিত দিনে হাজিরা দেবেন। প্রসঙ্গত, বাম সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পেরিয়েছে প্রায় ১৫ বছর। কিন্তু কান্তি গঙ্গোপাধ্যায় বদলাননি। আজও সুন্দরবন, রায়দিঘিতে যে কোনও বিপর্যয়ে ছুটে যান তিনি। তাই সকলে বলেন, ‘ঝড়ের আগে কান্তি আসে…।’
