shono
Advertisement

ফাঁকা বাড়িতে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

বাধা দিতে গেলে নির্যাতিতার বাবাকেও মারধর করে সে। The post ফাঁকা বাড়িতে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:32 PM Aug 17, 2018Updated: 07:32 PM Oct 05, 2018

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: নাবালিকাকে ধর্ষণ ও তার বাবাকে মারধরের অভিযোগ৷ নদিয়ার ফকিরডাঙ্গা ঘোলাপাড়ার বাহিরচড়া এলাকার ঘটনা। ঘটনার প্রায় মাসখানেক পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ৷ ধৃতকে ১৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কৃষ্ণনগর বিশেষ আদালতের বিচারক৷

Advertisement

[প্রকল্পে বরাদ্দ অর্থের মালিকানা ঘিরে বিতর্ক, বাবুলের তোপের মুখে মলয় ঘটক]

গত ২৯ জুন সন্ধেয় শৌচালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় ওই নাবালিকা৷ অভিযোগ, সেই সময় কিশোরীকে জাপটে ধরে ওই যুবক৷ মুখ চেপে  তাকে নিয়ে যাওয়া হয় পাশের ফাঁকা বাড়িতে৷ সেখানেই ধর্ষণ করা হয় তাকে৷ দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি৷ এরই মধ্যে নাবালিকার চিৎকার শুনতে পায় তার বাবা৷ চেঁচামেচি শুনেই পাশের ওই ফাঁকা বাড়িতে পৌঁছান তিনি৷ মেয়ের ধর্ষণে বাধা দিতে যান বাবা৷ ওই যুবক তখন কিশোরীর বাবার উপর হামলা চালায়৷ তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত যুবক আনজার আলি৷ ইতিমধ্যেই প্রতিবেশীরাও ঘটনাস্থলে জড়ো হয়ে যান৷ রক্তাক্ত অবস্থায় কিশোরী ও কিশোরীর বাবাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়৷ দুজনকেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয়৷ সেখানে প্রায় সপ্তাহখানেক ধরে চিকিৎসা চলে দু’জনের৷ আপাতত সুস্থ রয়েছে ওই নাবালিকা ও তাঁর বাবা৷ নাবালিকা শারীরিকভাবে সুস্থ হলেও, আতঙ্ক গ্রাস করে রেখেছে তাকে৷

[চিকিৎসকদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, ক্ষোভপ্রকাশ স্বাস্থ্য আধিকারিকের]

এদিকে, ঘটনা জানাজানি হতেই বাহিরচড়া এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত আনজার আলি৷ তার বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়৷ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ৷ মাসখানেক ধরে আশেপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালান তদন্তকারীরা৷ বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত আনজার৷  শুক্রবার ধৃত যুবককে কৃষ্ণনগর বিশেষ আদালতে তোলা হয়৷ ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ পুলিশের দাবি, জেরায় ওই নাবালিকাকে ধর্ষণ ও তার বাবাকে মারধরের কথা স্বীকার করেছে সে৷

The post ফাঁকা বাড়িতে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement