shono
Advertisement

বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্র ফুরফরা, ব্যাপক বোমাবাজি ISF-এর! পুলিশের সঙ্গে বচসা নওশাদের

অশান্তির মাঝেই বোর্ড গঠন করল তৃণমূল।
Posted: 01:44 PM Aug 10, 2023Updated: 03:52 PM Aug 10, 2023

সুমন করাতি, হুগলি: পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্র ফুরফরা শরিফ। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি আইএসএফের (ISF)। অশান্তির মাঝে বোর্ড গঠন হবে না বলে জানান বিডিও। যদিও পরবর্তীতে বোর্ড গঠন করে তৃণমূল।

Advertisement

ফুরফুরা পঞ্চায়েতের ২৯ টি আসনের মধ্যে ২৪ টি পেয়েছে তৃণমূল। আইএসএফ ও সিপিএম জোটের দখলে ৫ টি আসন। অভিযোগ, বোর্ড গঠনকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই অশান্তি চলছে হুগলির ফুরফুরায়। ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান তথা বর্তমানে জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ জানিয়েছিলেন, রাতে পঞ্চায়েতে তালা দিয়ে দেয় দুষ্কৃতীরা। সারারাত বোমাবাজি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল হতেই বোর্ড গঠন ঘিরেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

[আরও পড়ুন: খড়গ্রাম খুনে অভিযুক্তের বাড়িতে হামলা উত্তেজিত জনতার, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার-সহ ৪]

অভিযোগ, নওশাদ সিদ্দিকির উপস্থিতিতে এলাকায় ব্যাপক বোমাবাজি করে আইএসএফ। পুলিশের সঙ্গে বচসায় জড়ায়। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি ও ইটবৃষ্টি করা হয় অভিযোগ। আইএসএফকে ছত্রভঙ্গ করতে পালটা টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। নওশাদের সঙ্গে কথাকাটিতে জড়িয়ে পড়েন বিধায়ক। পুলিশের সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। সবমিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। প্রসঙ্গত, শুধু ফুরফুরা নয়, গত কয়েকদিন ধরে বোর্ড গঠন ঘিরে উত্তাল বাংলা।

[আরও পড়ুন: CPM থেকে আসা দিলীপ-সুকান্ত ঘনিষ্ঠ নেতারা কোণঠাসা, পূর্ব মেদিনীপুরে বিজেপি শুধু শুভেন্দুময়!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement