shono
Advertisement

Breaking News

Gaighata

স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! কাঠগড়ায় প্রতিবেশী 'রোডসাইড রোমিও'

এখনও অভিযুক্ত অধরা।
Published By: Paramita PaulPosted: 10:24 AM Nov 03, 2024Updated: 10:25 AM Nov 03, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফের রাজ্যে নাবালিকাকে ধর্ষণ! টিউশন থেকে ফেরার পথে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী 'রোডসাইড রোমিও'র বিরুদ্ধে। নির্যাতিতা আত্মহত্যা চেষ্টা করতেই বিষয়টি জানাজানি হয়। শনিবার ঘটনায় গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুজিত পাল ওরফে বাবুসোনা প্রায় দেড় বছর তাঁদের মেয়েকে উত্যক্ত করত। নির্যাতিতা একাধিকবার সে কথা পরিবারকে জানিয়েছিল। অভিযোগ, শুক্রবার সন্ধেয় পড়ে থেকে ফেরার পথে শিমুলপুর এলাকা থেকে বাবুসোনা নাবালিকাকে তুলে নিয়ে যায়। ওড়না দিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে। প্রথমে মেয়েটি বাড়ি ফিরে লজ্জায় সে কথা জানায়নি। চুপচাপ ছিল। শনিবার দুপুর তিনটে নাগাদ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। সেইসময় পরিবারের লোকেরা দেখে ফেলে। তাকে জিজ্ঞাসা করা হলে পুরো ঘটনা পরিবারকে জানায়।

পরিবারের সদস্যরা গাইঘাটা থানায় বাবুসোনার নামে অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্ত যুবক বিবাহিত। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। তবে এখনও অভিযুক্ত অধরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের রাজ্যে নাবালিকাকে ধর্ষণ!
  • টিউশন থেকে ফেরার পথে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী 'রোডসাইড রোমিও'র বিরুদ্ধে।
  • নির্যাতিতা আত্মহত্যা চেষ্টা করতেই বিষয়টি জানাজানি হয়।
Advertisement