বাবুল হক, মালদহ: কন্যা সন্তান জন্ম হওয়া অপরাধ? সদ্যোজাত কন্যাকে ব্যাগে ভরে ছুড়ে ফেলা হল ধানখেতে? ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুরে। ধানখেতে একটি ব্যাগ থেকে ওই শিশুকন্যার নিথর দেহ উদ্ধার হল। শুধু তাই নয়, শিশুর শরীরে একটি বেসরকারি হাসপাতালের ট্যাগও লাগানো ছিল বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ট্যাগ দেখে হাসপাতালে সঙ্গেও তদন্তকারীরা যোগাযোগ করছেন বলে খবর।
হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রামের একটি ধানখেতের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় এদিন সকালে। সেটি দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ হয়। জমিতে নেমে ওই ব্যাগ খুললেই আঁতকে ওঠেন তাঁরা। ব্যাগের মধ্যে একটি সদ্যোজাতের মৃতদেহ দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সদ্যোজাতের দেহ উদ্ধার করে। শিশুকন্যার মাথার পিছনে দিকে চোট রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যাগে করে ওই শিশুকে রাস্তার দিক থেকে ধানখেতে ছুড়ে ফেলা হয়েছিল! তার থেকেই মাথায় গুরুতর আঘাত লাগার সম্ভাবনা। রক্ত বেরিয়ে পরে মৃত্যু হয় শিশুটির।
কেন ওই শিশুকে জমিতে ফেলে দেওয়া হল? কন্যা সন্তান জন্মানোর কারণেই কি এই অমানবিক ঘটনা? নাকি ঘটনার পিছনে আছে কোনও প্রতিহিংসা? হাসপাতাল থেকে শিশুটি চুরি যায়নি তো? কারা করল এমন কাজ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করছে বলে খবর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদ্যোজাতের পরিচয় জানার চেষ্টা চলছে। গ্রামের বাসিন্দা শেখ আলম বলেন, "এভাবে সদ্যজাত শিশুকে ফেলে যাওয়া সত্যিই হৃদয়বিদারক। সকালে আমরা গ্রামবাসীরা জেনে ঘটনাস্থলে ছুটে যাই। মাথায় আঘাতের দাগ স্পষ্ট ছিল। এমন অমানবিকতার কোনও ক্ষমা নেই।" পুলিশ জানিয়েছে, শিশুটির জন্ম কোথায় হয়েছে এবং মৃতদেহ ফেলার নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
