shono
Advertisement

উধাও ফোনই মিসিং লিংক, জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের কিনারায় কললিস্ট ভরসা পুলিশের

ঘটনার পর থেকেই মিলছে না শিক্ষকের একটি মোবাইল। The post উধাও ফোনই মিসিং লিংক, জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের কিনারায় কললিস্ট ভরসা পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:15 PM Oct 14, 2019Updated: 03:16 PM Oct 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিয়াগঞ্জে শিক্ষকের পরিবার খুনের পর কেটে গিয়েছে ৬ দিন। কিন্তু এখনও কার্যত কোনও কিনারাই পাননি তদন্তকারীরা। এবার রহস্যের জট খুলতে সন্দেহভাজন সৌভিক বণিকের স্ত্রীর সঙ্গে দেখা করলেন তদন্তকারীরা। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে একটি ফোনের উপস্থিতিও। ঘটনার পর থেকেই উধাও সেই ফোনটি। উধাও হওয়া সেই ফোন মিললেই রহস্য উদঘাটন সম্ভব বলে মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

[আরও পড়ুন: দাউদাউ করে জ্বলছে শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেট, জলের অভাবে আগুন নেভাতে সমস্যা]

দশমীর সকালে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের কানাইগঞ্জ লেবুবাগানের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল পেশায় শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছেলের দেহ। নৃশংস হত্যাকাণ্ড শিহরিত করেছিল সকলকেই। খবর প্রকাশ্যে আসতেই তদন্তে নামে জিয়াগঞ্জ থানার পুলিশ। সহযোগিতা করে সিআইডি। সেই তদন্তেই উঠে এসেছিল সৌভিক বণিক নামে এক যুবকের নাম। সৌভিকের সঙ্গে শিক্ষকের স্ত্রীর সম্পর্ক ও আর্থিক লেনদেনের কারণে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে, এমন তথ্য প্রকাশ্যে আসতেই ক্রমশ জটিল হয় গোটা বিষয়টি। এরপরই সৌভিক বণিক, নিহত শিক্ষকের বাবা অমরপাল-সহ আরও একজনকে আটক করে পুলিশ। শুক্রবার রাত থেকে দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর রবিবার তদন্তের স্বার্থে সৌভিক বণিকের প্রাক্তন স্ত্রীর বোলপুরের সীমান্ত পল্লির বাড়িতে হানা দেয় সিআইডি আধিকারিক ও পুলিশ। দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সেখান থেকে কার্যত আশানুরূপ কোনও ফল মেলেনি। তিনি জানিয়েছেন, ২০০৯ সালে বিচ্ছেদের পর সৌভিকের সঙ্গে আর কোনওরকম যোগাযোগ নেই তাঁর।

তবে এই কদিনের তদন্তে উঠে এসেছে একটি ফোনের কথা, যেটি বন্ধুপ্রকাশ পালের বাড়িতে থাকত বলে জানা যাচ্ছে। তদন্তে জানা গিয়েছে, দশমীর দিন সকাল পর্যন্ত চালু ছিল সেটি। তবে বেলার দিকে সেটিকে বন্ধ করে দেওয়া হয়। তবে কি ওই ফোনেই লুকিয়ে আসল রহস্য? ওই ফোন হাতে পেলেই রহস্যের জট খুলবে বলেই মনে করছেন তদন্তাকারীরা।

[আরও পড়ুন: ৬ দিন পরও কাটল না জট, উধাও ফোনের সূত্র ধরেই জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের কিনারার চেষ্টা তদন্তকারীদেরমুক্তিপণের টাকা আদায়ের পন্থাই কাল হল, চিনিয়ে দিল বর্ধমানের শিশু অপহরণকারীদের]

The post উধাও ফোনই মিসিং লিংক, জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের কিনারায় কললিস্ট ভরসা পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার