shono
Advertisement
Vulgar Content

'অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে পদক্ষেপ না করলে...', ফেসবুক, ইনস্টাগ্রামকে কড়া বার্তা কেন্দ্রের

২০২১-এর তথ্যপ্রযুক্তি আইনের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়।
Published By: Biswadip DeyPosted: 04:24 PM Dec 30, 2025Updated: 04:31 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে বড়সড় বার্তা কেন্দ্রের। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের জারি করা নির্দেশিকায় পরিষ্কার করে দেওয়া হয়েছে, যদি ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ সোশাল মিডিয়াগুলি অশ্লীল, পর্নোগ্রাফিক, শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্টের বিরুদ্ধে পদক্ষেপ না করা হয় তাহলে আইনি সমস্যায় পড়তে হবে।

Advertisement

সোমবার, ২৯ ডিসেম্বর জারি করা বার্তায় বলা হয়েছে, 'সোশ্যাল মিডিয়া মধ্যস্থতাকারী-সহ সকল মধ্যস্থতাকারীদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারা অনুযায়ী তারা আইনত বাধ্য তাদের প্ল্যাটফর্মে বা তার মাধ্যমে আপলোড করা, শেয়ার করা তথ্যের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে।' সেক্ষেত্রেই তারা একমাত্র দায়মুক্ত থাকবে বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্র।

জানা যাচ্ছে, সম্প্রতি কেন্দ্রের নজরে এসেছে অশ্লীল, অনুপযুক্ত এবং বেআইনি কনটেন্টের ক্ষেত্রে যথোপযুক্ত পদক্ষেপ করছে না সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। সেকথা উল্লেখ করে নির্দেশিকায় জানানো হয়েছে, 'আরও একবার জানানো হচ্ছে যে, তথ্যপ্রযুক্তি আইন ও তথ্যপ্রযুক্তি নিয়মাবলি, ২০২১-এর বিধানগুলি মেনে না চললে তথ্যপ্রযুক্তি আইন, বিএনএস এবং অন্যান্য প্রযোজ্য ফৌজদারি আইন অনুসারে মামলা-সহ বিভিন্ন পরিণতির সম্মুখীন হতে হবে মধ্যস্থতাকারী, প্ল্যাটফর্ম এবং সেগুলির ইউজারদের।'

প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তি আইন ও তথ্যপ্রযুক্তি নিয়মাবলি, ২০২১-এ স্পষ্ট করে দেওয়া হয়েছিল কোনওভাবেই এমন কোনও কনটেন্ট প্রদর্শন করা যাবে না কিংবা শেয়ারও করা যাবে না যেগুলি অশ্লীল, পর্নোগ্রাফিক, শিশু পর্নোগ্রাফি সম্পর্কিত, শিশুদের জন্য ক্ষতিকর বা অন্য কোনওভাবে বেআইনি। এই প্রসঙ্গ তুলে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক মনে করিয়ে দিয়েছে এই ধরনের কনটেন্ট শনাক্ত করা, রিপোর্ট করা এবং দ্রুত অপসারণের মতো পদক্ষেপ দাবি করে। ২০২১ সালের আইনের বিধানগুলিই কঠোর ও ধারাবাহিকভাবে মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোশাল মিডিয়ায় অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে বড়সড় বার্তা কেন্দ্রের।
  • ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের জারি করাহয়েছে এক নির্দেশিকা।
  • সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে, যদি ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ সোশাল মিডিয়াগুলি অশ্লীল, পর্নোগ্রাফিক, শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্টের বিরুদ্ধে পদক্ষেপ না করা হয় তাহলে আইনি সমস্যায় পড়তে হবে।
Advertisement