shono
Advertisement

Amit Shah: ‘বিজেপি সরকারে এলে হামলার সাহস হবে না কারও’, রামনবমীতে অশান্তি নিয়ে মন্তব্য শাহর

সিউড়ির জনসভায় ঘটনার তীব্র নিন্দা অমিত শাহর।
Posted: 03:36 PM Apr 14, 2023Updated: 03:45 PM Apr 14, 2023

নন্দন দত্ত, সিউড়ি: রামনবমীর (RamNavami) মিছিলে অশান্তি, হামলার অভিযোগে সপ্তাহ খানেক আগেই তপ্ত হয়েছিল বাংলার মাটি। হাওড়া, রিষড়ায় রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের হামলার খবর গিয়ে পৌঁছেছিল দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সে বিষয়ে খোঁজখবর নিয়েছিলেন। বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে এ নিয়ে ফোনে তাঁর কথোপকথনও হয়েছিল। অপেক্ষা ছিল এ নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের প্রতিক্রিয়া। শুক্রবার সিউড়িতে (Suri) জনসভা করতে এসে সেই প্রতিক্রিয়া দিতে ভুললেন না অমিত শাহ (Amit Shah)। বললেন, ”বাংলায় বিজেপি সরকার গঠন করলে কারও হামলা চালানোর সাহস হবে না।”

Advertisement

এর আগেও এ রাজ্যে রামনবমীর মিছিল নিয়ে অশান্তি নিয়ে গেরুয়া শিবিরের অভিযোগ ছিল ভুরি ভুরি। কখনও অস্ত্র হাতে প্রকাশ্যে রামনবমীর মিছিল নিয়ে রাজ্য সরকারের আপত্তি, কখনও বা সেই মিছিলে বাধা দেওয়া, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে সরব হয়েছেন বিজেপি (BJP) নেতারা। তাঁদের প্রত্যেকের মুখেই শোনা গিয়েছিল, এ রাজ্যে রামনবমীর মিছিলে অনুমতি দেওয়া হয় না, অথচ সংখ্যালঘুদের কোনও অনুষ্ঠানে বাধা নেই। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণ রাজনীতির অভিযোগ তুলেছিলেন গেরুয়া শিবিরের নেতারা।

[আরও পড়ুন: ‘শ্বেত হস্তির মতো দাপিয়ে বেড়াচ্ছেন রাজ্যপাল, একক নিয়ন্ত্রণ মানব না,’ বিস্ফোরক ব্রাত্য]

এদিন সিউড়ির জনসভায় অমিত শাহর মুখেও শোনা গেল একই সুর। তাঁর কথায়, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজনীতির জন্যই এসব হচ্ছে। আপনারাই বলুন, বাংলায় কি রামনবমীর মিছিলও বেরবে না?” এরপরই তিনি বলেন, ”বিজেপি বাংলায় সরকার গড়লে এসব হামলা হবে না। কেউ হামলা চালানোর সাহসই পাবে না। আপনারা চব্বিশে ফের মোদিকে প্রধানমন্ত্রী করুন। বাংলা থেকে বিজেপিকে ৩৫ আসনে জেতান। তারপর দ্রুতই মমতা সরকারের পতন ঘটবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি।”

[আরও পড়ুন: ইডেনে আজ ফিরতে পারেন বোলার রাসেল, কোচের নির্দেশ মাঠে পরিষ্কার করলেন রানারা]

রামনবমীর মিছিলে অশান্তি নিয়ে অমিত শাহর এই বক্তব্যকে মোটেও সহজভাবে গ্রহণ করেনি শাসকদল তৃণমূল (TMC)। দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কথায়, ”রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করার জন্য বিহারের মুঙ্গের থেকে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে বিজেপি ঘনিষ্ঠ, তার প্রমাণ মিলেছে। আর আজ অমিত শাহর জনসভা ভরাতে সেই বিহার থেকেই গাড়ি গাড়ি লোক আনা হয়েছে। উনি আবার অশান্তি নিয়ে কী বলছেন?”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার