শংকরকুমার রায়, উত্তর দিনাজপুর: আসন্ন পঞ্চায়েত ভোটের আগে সরগরম রাজ্যের বিভিন্ন এলাকা। ভাঙচুর, হামলার মতো নানা ঘটনাই উঠে আসছে সংবাদের শিরোনামে। এমনকী আদালতের নির্দেশে অনিশ্চিত হয়ে পড়েছে নির্বাচনের দিনক্ষণও। কিন্তু উত্তর দিনাজপুরে কমনদিঘি ব্লকের বাজারগাওঁ এলাকার ছবিটা এক্কেবারে অন্যরকম। পঞ্চায়েত ভোটই জোড়া লাগিয়ে দিল ছ’বছরের ভাঙন ধরা সম্পর্কে। ঘরের বধূ ফিরলেন ঘরে।
[দলীয় প্রতীক পেয়ে কে নিশ্চিত করবে জয়? কাটোয়ায় বিড়ম্বনায় তৃণমূল]
দীর্ঘদিন ধরে স্বামী নজরুল হকের সঙ্গে মনোমালিন্য চলছিল। যার জেরে সম্পর্কে ধরে ভাঙন। রাগে, অভিমানে, অপমানে ছ’বছর আগে এক নভেম্বর মাসে শ্বশুরবাড়ি ছেড়ে চাকুলিয়ার বেলনে বাপের বাড়িতে চলে এসেছিলেন স্ত্রী নাজিমা বেগম। তিন বছরের সন্তানকে নিয়ে সেখানেই থাকতেন গত ছ’বছর। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে আচমকাই স্বামীকে ফিরে পেলেন। কীভাবে? আসলে কমনদিঘি ব্লকের বাজারগাওঁ এলাকার আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত। ফলে সেখানে কোনও পুরুষ প্রার্থী দাঁড়াতে পারবেন না। কংগ্রেসের প্রার্থী হিসেবে নজরুল হকের সেখানে দাঁড়ানোর উপায় নেই। আর সেই কারণেই স্ত্রীয়ের শরণাপন্ন হয়েছেন স্বামী। নাজিমা বেগমকেই ওই আসনে প্রার্থী করা হোক। এমন সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। দলের সিদ্ধান্তের ভিত্তিতেই স্ত্রীকে নির্বাচনে দাঁড়ানোর জন্য রাজি করান নজরুল হক। পুরনো রাগ-অভিমান ভুলে রাজিও হয়ে যান নাজিমা বেগম। কংগ্রেসের হয়ে এবার তিনিই লড়বেন মহিলা সংরক্ষিত এই আসন থেকে।
[ইসলামপুরে দুষ্কৃতীদের গুলিতে নিহত কংগ্রেস কর্মী, তৃণমূলের দিকে অভিযোগ]
ভোট বাজারে তাই নজরুল হকের বাড়িতে খুশির হাওয়া। ঘরের বউ ঘরে ফিরেছেন। সন্তানকেও এত বছর পর ফিরে পেয়েছেন বাবা। নির্বাচনেও জিতবেন স্ত্রী। সংসার জোড়া লাগার পর এ বিষয়েও আশাবাদী নজরুল হক।
The post ভোটের বাজারে জোড়া লাগল পুরনো সম্পর্ক, স্বামীর ঘরে ফিরলেন স্ত্রী appeared first on Sangbad Pratidin.
