shono
Advertisement
North Dinajpur

বন্ধুর সঙ্গে ফোনে কথা! মামার এক চড়ে মৃত্যু বাংলার কিশোরীর

কিশোরীর মৃত্যুতে হতবাক গোটা পরিবার।
Published By: Sayani SenPosted: 03:04 PM Feb 05, 2025Updated: 03:04 PM Feb 05, 2025

শংকরকুমার রায়, রায়গঞ্জ: বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলছিল কিশোরী। তাতে বিরক্ত হয়ে ভাগ্নিকে থাপ্পড় মারে মামার। আর তাতেই মৃত্যু হল ভাগ্নির। এই ঘটনায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সীমান্তবর্তী ধনকৈল্য পঞ্চায়েতের উত্তর ধনকইল এলাকার ব্যাপক চাঞ্চল্য। মামা নিরঞ্জন বর্মনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার রায়গঞ্জ পুলিশ সুপার সানা আকতার বলেন,"মৃতের পরিবারের তরফে  অভিযোগ জমা পড়লেই আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে তোলা হবে।"

Advertisement

মৃতা ভাগ্নি বাণী চৌধুরী (১৫)। কালিয়াগঞ্জ শহরের ৬ নম্বর ওয়ার্ডের রসিদপুরের বাসিন্দা। স্থানীয় লক্ষ্মীপুর মোহনচন্দ্র বিদ্যাভবনের দশম শ্রেণির ছাত্রী ছিল। মৃতার বাবা ভোলা চৌধুরী গুজরাটে মজুরের কাজে নিযুক্ত রয়েছে। তার দুই মেয়ে আর এক ছেলেকে বাড়িতে রেখে দীর্ঘদিন ধরেই বাইরে কর্মরত। মৃতার পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সরস্বতী পুজো উপলক্ষে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরত্বে নাবালিকা ভাগ্নী মামার বাড়িতে ঘুরতে এসেছিল। দিনপাঁচেক আগে মামাও দিল্লি থেকে কালিয়াগঞ্জের বাড়িতে ফিরেন। সেখানে ভাগ্নী ফোনে কোনও বন্ধুর সঙ্গে কথা বলছিল।তা দেখেই মামা ভাগ্নীকে আচমকা সপাটে চড় কষিয়ে দেন।

তাতে বাড়ির উঠোনে লুটিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ভাগ্নী। কালিয়গঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল থেকে গভীর রাতে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার চিকিৎসাধীন অবস্থায় ভাগ্নীর মৃত্যু হয়। অকালে ছোট মেয়েকে হারিয়ে এদিন বাড়ির দাওয়ায় অঝোরে কেঁদে চলেছেন মা দীপা চৌধুরী। কাঁদত কাঁদতে তিনি বলেন," স্বামী গুজরাটে। আজ বাড়ি ফিরবে। আমার মেয়ের মৃত্যু হয়েছে আমার ভাইয়ের জন্য। কীভাবে কি করি, বুঝতে পারছি না। তাই এখনও থানায় লিখিত অভিযোগ জানাতে পারেনি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মামার থাপ্পরে ভাগ্নির মৃত্যুর ঘটনার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
  • উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সীমান্তবর্তী ধনকৈল্য পঞ্চায়েতের উত্তর ধনকইল এলাকার ঘটনা।
  • মৃতের মামা পরিযায়ী শ্রমিক নিরঞ্জন বর্মনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Advertisement