অরিজিত গুপ্ত, হাওড়া: বছরের প্রথম দিন মর্মান্তিক ঘটনা! ঘরের ভিতর আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল ৭০ বছর বয়সের এক বৃদ্ধার। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাওড়ায় ব্যাটরার নটবর পাল রোডের রথতলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং পুলিশ। কিন্তু ততক্ষণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় সম্পূর্ণ বাড়ি। কীভাবে এই আগুন লাগল তা স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, কোনওভাবে প্রদীপ বা ধূপ থেকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
মৃত ওই বৃদ্ধার নাম আভারানী পাল। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে আচমকাই ওই বৃদ্ধার টালি চালের একতলার ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। তা দেখা মাত্র স্থানীয় মানুষজন ছুটে যান। ঘটনার সময় বছর ৭০ এর বৃদ্ধা একাই ছিলেন। স্থানীয় মানুষজনই অগ্নিদদ্ধ অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই মৃত্যু হয় আভারানী পালের।
আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির ভিতরের অংশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে বৃদ্ধা ছেলে সুমনকে নিয়ে থাকতেন। এদিন সকালে সুমন বাইরে কোনও কাজে গিয়েছিলেন। ফলে একাই ছিলেন। কোনওভাবে প্রদীপ বা ধূপের আগুন থেকে বৃদ্ধার ঘরে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। অন্যদিকে পুলিশ জানিয়েছে, অসুস্থ বৃদ্ধা ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। ফলে অগ্নিকাণ্ডের সময় বের হতে পারেননি। সেই কারণেই এই ঘটনা বলে দাবি।
আগুনে পুড়ে যায় বাড়ির সমস্ত আসবাবপত্র।
এদিকে বিধ্বংসী আগুনে বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুড়ে গিয়েছে সমস্ত আসবাবপত্রও। বছরের শুরুর দিনেই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
