shono
Advertisement
North Sikkim

উত্তর সিকিমে বেড়াতে গিয়ে বিপত্তি! তুষারপাতে আটকে শিশু-সহ আলিপুরদুয়ায়ের ৬ পর্যটক

'কোনওরকমে প্রাণ বাঁচিয়েছি', বলছেন পর্যটকরা।
Published By: Tiyasha SarkarPosted: 08:21 PM Jan 01, 2026Updated: 08:21 PM Jan 01, 2026

রাজ কুমার, আলিপুরদুয়ার: উত্তর সিকিমে বেড়াতে গিয়ে বিপদের মুখে পর্যটকরা। প্রবল তুষারপাতে আটকে পড়েছেন আলিপুরদুয়ারের ৬ পর্যটক। তাদের সঙ্গে রয়েছে এক শিশুও। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও ঘটনাস্থলে পৌঁছয়নি বিপর্যয় মোকাবিলা বাহিনী। আতঙ্কে কাঁটা সকলে।

Advertisement

শীতকালীন পর্যটন মরশুমের শুরুতেই উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকায় শুরু ছিল তুষারপাত। শ্বেতশুভ্র হয়েছে ভারত-চিন সীমান্তের নাথু-লা থেকে জিরো পয়েন্ট। তুষারের নৈসর্গিক দৃশ্য উপভোগের আশায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেন সেখানে। বছরের প্রথম দিনে উত্তর সিকিমের ইয়ুমথাং-এর গিয়ে আটকে পড়লেন বাংলার পর্যটকরা। জানা যাচ্ছে, বরফে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। ফলে গাড়ি চলাচল বন্ধ। বহু পর্যটক সেখানে আটকে পড়েছেন। বাংলার ৬ জন ছাড়াও রয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দারাও।

বিকাশ ভৌমিক নামে এক পর্যটক বলেন, "উত্তর সিকিম থেকে ফেরার সময় দুপুরে তুষারপাতের কারণে গাড়ি আটকে যায়। গাড়ির চাকা স্লিপ করে খাদের ধারে চলে যাচ্ছিল। চালক আমাদের নামিয়ে দেন। প্রায় ৪ ঘণ্টা আমরা হেঁটেছি। উদ্ধার করতে কেউ আসেনি। অবশেষে সামনে একটা ঘর দেখতে পাই। তালা ভেঙে আমরা কিছুক্ষণের জন্য সেখানে ঢুকে প্রাণ বাঁচাই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে খানিকটা দূরে নিয়ে এসেছে।" দ্রুত তাঁদের উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন ওই যুবক। এদিকে নেটওয়ার্ক সমস্যার কারণে আটকে পড়া পর্যটকদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তর সিকিমে বেড়াতে গিয়ে বিপদের মুখে পর্যটকরা। প্রবল তুষারপাতে আটকে পড়েছেন আলিপুরদুয়ারের ৬ পর্যটক।
  • তাদের সঙ্গে রয়েছে এক শিশুও।
  • শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও ঘটনাস্থলে পৌঁছয়নি বিপর্যয় মোকাবিলা বাহিনী।
Advertisement