shono
Advertisement

রাজ্যে ফের ওমিক্রন আতঙ্ক, পেট্রাপোল সীমান্তে বাংলাদেশি নাগরিকের শরীরে করোনা

বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে তিনি এদেশে এসেছিলেন।
Posted: 05:23 PM Dec 11, 2021Updated: 08:15 PM Dec 11, 2021

ক্ষীরোদ ভট্টাচার্য: ওমিক্রন (Omicron) আক্রান্ত সন্দেহে রাজ্যে হদিশ মিলল আরও এক ব্যক্তির। বনগাঁর পেট্রাপোল সীমান্ত পেরিয়ে আসা এক বাংলাদেশি নাগরিক কোভিড (COVID-19) পজিটিভ হওয়ায় আতঙ্ক বাড়ল আরও। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, তাঁকে পেট্রাপোল থেকেই পাঠিয়ে দেওয়া হয়েছে বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতালে। আপাতত সেখানে আইসোলেশনে থাকবে ৭৬ বছরের ওই ব্যক্তি। তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে কল্যাণীতে। এখনও পর্যন্ত এ নিয়ে বিদেশ থেকে আগত ২ জন ওমিক্রন আক্রান্ত বলে সন্দেহ।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার রাতে বাংলাদেশ (Bangladesh) থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন ৭৬ বছরের এক বৃদ্ধ। সীমান্তে করোনা পরীক্ষা করে জানা যায়, তিনি কোভিড পজিটিভ। শরীরে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন বাসা বেঁধেছে বলে সন্দেহ করা হয়। শুক্রবার রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়েছে। গত ৯ ডিসেম্বর ঘোজাডাঙা সীমান্ত পার হওয়ার সময় তাঁর আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা করা হয়। ১০ ডিসেম্বর রাতে রিপোর্ট পজিটিভ আসার পরে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন স্বাস্থ্যদপ্তরের কর্মীরা। জানা গিয়েছে, তিনি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বাংলাদেশ থেকে। তবে বিয়েবাড়ি নয়, আপাতত ৭ দিন তাঁকে কাটাতে হবে বেলেঘাটা আইডি হাসপাতালে।

[আরও পড়ুন: কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল, চিকিৎসার খরচ বহনের আশ্বাস] 

চিকিৎসকরা জানাচ্ছেন, করোনায় আক্রান্ত হলেও ওই বৃদ্ধের মৃদু উপসর্গ রয়েছে। তাঁর লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের (Genom Sequence) জন্য পাঠানো হয়েছে কল্যাণীর কেন্দ্রে। তা পেতে অন্তত ৭ দিন অপেক্ষা করতে হবে। ততদিন তিনি থাকবেন চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে।

[আরও পড়ুন: লোকালয়ে ফের বাঘের হানা, বেড়াতে গিয়েও আতঙ্কে হোটেলবন্দি সুন্দরবনের পর্যটকরা]

শুক্রবারই লন্ডন (London) ফেরত এক তরুণীর শরীরে মিলেছিল করোনা ভাইরাস (Coronavirus)। তাঁকেও পাঠানো হয়েছিল বেলেঘাটা আইডি-তে। কিন্তু তিনি পরে স্বাস্থ্যদপ্তরের অনুমতি নিয়ে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়ে সেখানেই চিকিৎসাধীন। রাজ্যে বিদেশ ফেরত মোট ২ জনের শরীরে করোনার জীবাণু মেলায় নয়া স্ট্রেন ওমিক্রন নিয়ে আতঙ্ক বাড়ল। অন্যদিকে, জিম্বাবোয়ে থেকে দিল্লিতে আগত ১ জনের শরীরে ধরা পড়েছে করোনার ওমিক্রন স্ট্রেন। এ নিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement