shono
Advertisement
Purulia

পুরুলিয়ায় গাজন উৎসবে অঘটন, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, জখম ৪

হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসেন পুরুলিয়ার তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
Posted: 04:02 PM Apr 13, 2024Updated: 04:05 PM Apr 13, 2024

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: চৈত্রে গাজনের উৎসবে ছন্দপতন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের। জখম হয়েছেন আরও চারজন। শুক্রবার সন্ধ্যায় পুরুলিয়ার (Purulia) হুড়া থানা এলাকার জামবাদে পুকুর থেকে ভক্তরা স্নান করে আসছিলেন। সেসময় এক শোভাযাত্রায় এই অঘটন ঘটে। বাঁশে বেঁধে রাখা হ্যালোজেন ট্রান্সফরমারের (Transformers) সংস্পর্শে আসায় প্রথমে জখম হন পাঁচজন। সঙ্গে সঙ্গে ওই উৎসব কমিটির লোকজন তাঁদের দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে আসে। সেখানেই জখমদের চিকিৎসা চলছিল। তার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা শক্তিপদ মাহাতো নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালেই রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর বাড়ি জামবাদ গ্রামেই। বাকিদের চিকিৎসা চলছে ওই হাসপাতালেই।

Advertisement

[আরও পড়ুন: চৈত্র সেলের শেষ দিনে কেনাকাটির পরিকল্পনা? জেনে নিন আবহাওয়ার আপডেট]

শুক্রবার রাতেই ওই জখমদের দেখতে হাসপাতালে যান পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো। ওই প্রার্থী-সহ দলীয় নেতা,কর্মীরা জখমদের সঙ্গে কথা বলেন। পাশে থাকার আশ্বাস দেন। একটু বেশি রাতে জখমদের দেখতে যান পুরুলিয়ার বিদায়ী সাংসদ তথা বিজেপি (BJP) প্রার্থী, দলের রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। দুই প্রার্থীই বার্তা দেন, তাঁরা জখমদের পাশে রয়েছেন। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখম চারজন হলেন দিলীপ বাউরি, রঞ্জিত প্রামাণিক, রাজেশ মাহাতো ও ফণীভূষণ মাহাতো। এঁদের সকলের বাড়ি জামবাদ গ্রামে।

হাসপাতালে জখমদের দেখতে যান পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। ছবি: সুনীতা সিং।

রাজ্যের অন্যান্য জেলার মতো পুরুলিয়াতেও চৈত্র সংক্রান্তির চারদিন আগে থেকে গাজন উৎসব শুরু হয়। এই উৎসব চলে একেবারে বুদ্ধপূর্ণিমা পর্যন্ত। বিভিন্ন গ্রামে উৎসব কবে হবে, তার সুনির্দিষ্ট দিন রয়েছে। বছর বছর ধরে সেভাবেই চলছে। জামবাদ গ্রামের এই ঘটনায় শোক নেমেছে এলাকায়। ২০১৯ সালের ১৫ এপ্রিল কেন্দা থানার পারবাদ গ্রামে চড়কের মেলায় প্রায় ৫০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু হয় এক ভক্তের। তার পর থেকে ওই গ্রামের ঐতিহ্যবাহী উৎসবই বন্ধ হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলা: জ্যোতিপ্রিয়-সহ ৩ জনের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুরুলিয়ায় গাজন উৎসবে অঘটন।
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১, আহত আরও চারজন।
Advertisement