shono
Advertisement
Murshidabad

মুর্শিদাবাদে বাবা-ছেলে 'খুনে' পুলিশের জালে অন্যতম ২ অভিযুক্ত

ওই ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হল।
Published By: Suhrid DasPosted: 08:58 AM Apr 29, 2025Updated: 08:58 AM Apr 29, 2025

শাহজাদ হোসেন, ফরাক্কা : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সামশেরগঞ্জ সফরের আগে মুর্শিদাবাদের জাফরাবাদ গ্রামে বাবা-ছেলে 'খুনে'র ঘটনায় আরও দু'জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম আজফারুল শেখ এবং মনিরুল শেখ। তাদের বাড়ি সামশেরগঞ্জের শুলিতলা। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিতকুমার সাউ বলেন, "নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হল।"

Advertisement

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে এসটিএফ-র সদস্যরা ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে সরাইকেলা এলাকায় একটি গোপনে ডেরায় অভিযান চালান। সেখান থেকেই আজফারুল শেখ ওরফে বিল্লিকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে এসটিএফ-এর অপর একটি দল বীরভূমের রামপুরহাট এলাকায় অভিযান চালিয়ে মনিরুল ওরফে মনিকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকেই দু'জনে গা ঢাকা দিয়েছিল। বাবা-ছেলের 'খুনের' ঘটনায় ধৃতরা অন্যতম অভিযুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সামশেরগঞ্জের বেদবোনা গ্রামে গত ১২ তারিখে যে গন্ডগোল হয়েছিল, সেখানে আজরাফুল উন্মত্ত জনতাকে নেতৃত্ব দিয়েছিল। পাশাপাশি সে নিজে বাবা ও ছেলে দু'জনকেই ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করেছিল। অন্যদিকে মনিরুলের বিরুদ্ধে অভিযোগ, যে দুষ্কৃতী দল বাবা ছেলেকে খুন করেছিল, তাদের নেতৃত্বে সে নিজে ছিল। দু'জনের বিরুদ্ধে খুন ছাড়াও এলাকায় একাধিক বাড়িতে ভাঙচুর এবং অগ্নি সংযোগের অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, জঙ্গিপুরের অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৮৬ টি মামলা রুজু করা হয়েছে। বিভিন্ন গ্রামগুলোতে একাধিক পুলিশ ক্যাম্প করা হয়েছে। সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের লিখিত অভিযোগ জমা করতে পারছেন। অশান্তির ঘটনায় যারা জড়িয়ে রয়েছে, তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড়ের কাজ চলছে। সব দুষ্কৃতীর বিরুদ্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুর্শিদাবাদের জাফরাবাদ গ্রামে বাবা-ছেলে 'খুনে'র ঘটনায় আরও দু'জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।
  • ধৃতদের নাম আজফারুল শেখ এবং মনিরুল শেখ। তাদের বাড়ি সামশেরগঞ্জের শুলিতলা।
Advertisement