shono
Advertisement
Adhir Ranjan Chowdhury

নীল বাতির গাড়ি, IAS পরিচয়ে তোলাবাজি! পুলিশের জালে অধীর চৌধুরীর আপ্ত সহায়ক

বিজেপির বহু নেতার সঙ্গেও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ধৃত প্রদীপ্তের। 
Published By: Tiyasha SarkarPosted: 10:41 AM Mar 12, 2025Updated: 01:26 PM Mar 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীল বাতির গাড়িতে ঘোরাফেরা। কখনও আইএএস অফিসার, কখনও আবার অন্য কোনও পরিচয়ে দেদার তোলাবাজির অভিযোগ। হলদিয়া থেকে গ্রেপ্তার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর আপ্ত সহায়ক। মঙ্গলবার হলদিয়া থেকে প্রদীপ্ত রাজপণ্ডিতকে গ্রেপ্তার করল পুলিশ। এবিষয়ে এখনও অধীররঞ্জন চৌধুরীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। জানা যাচ্ছে, বিজেপির বহু নেতার সঙ্গেও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক প্রদীপ্তের। 

Advertisement

জানা গিয়েছে, ধৃত প্রদীপ্ত রাজপণ্ডিত দীর্ঘদিন ধরেই কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর আপ্ত সহায়ক হিসেবে নিযুক্ত। থাকতেন দিল্লিতে। আসল বাড়ি হলদিয়ার সুতাহাটা থানার চৈতন্যপুরে। পুলিশ সূত্রে খবর, বিজেপির বহু দাপুটে নেতার সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল তাঁর। অভিযোগ, দিনের পর দিন নীল বাতি লাগানো লাগানো গাড়িতে ঘুরতেন প্রদীপ্ত। কখনও নিজেকে আইএএস, কখনও আবার অন্য কোনও পরিচয় দিয়ে তোলা তুলতেন বলে অভিযোগ। পুলিশে এধরনের একাধিক অভিযোগ জমা পড়ে।

তদন্তে নেমে মঙ্গলবার হলদিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে, সম্প্রতি চৈতন্যপুরে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশেই দেখা গিয়েছিল প্রদীপ্তকে। সম্প্রতি প্রদীপ্তর গৃহপ্রবেশের অনুষ্ঠানে আসেন নিশীথ প্রামাণিক। এতেই স্পষ্ট যে বরাবরই দাপুটে রাজনীতিবিদদের আশেপাশেই থাকার চেষ্টা করতেন ধৃত। এই রাজনৈতিক সম্পর্ক ও পরিচিতিকে  কাজে লাগিয়েই আখেড় গোছাতে চেয়েছিলেন প্রদীপ্ত, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। তবে শেষরক্ষা হল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নীল বাড়িতে গাড়িতে ঘোরাফেরা। কখনও আইএসএফ অফিসার, কখনও আবার অন্য কোনও পরিচয়ে দেদার তোলাবাজির অভিযোগ।
  • হলদিয়া থেকে গ্রেপ্তার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর আপ্ত সহায়ক।
  • মঙ্গলবার হলদিয়া থেকে প্রদীপ রাজপণ্ডিতকে গ্রেপ্তার করল পুলিশ।
Advertisement