shono
Advertisement

Panchayat Poll: গায়ে পেট্রল ছড়িয়ে তৃণমূল কর্মীকে পুড়িয়ে খুনের চেষ্টা! কাঠগড়ায় বিজেপি

Posted: 03:09 PM Jul 17, 2023Updated: 03:09 PM Jul 17, 2023

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ভোটের (Bengal Panchayat Election 2023) ফলাফল প্রকাশের পরেও অব্যাহত হিংসা। পেট্রল ছড়িয়ে তৃণমূল কর্মীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের খেজুরির উত্তর কলমদানে তীব্র চাঞ্চল্য। এই ঘটনায় অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

Advertisement

পূর্ব মেদিনীপুরের খেজুরির উত্তর কলমদানের সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত নরেন্দ্রনাথ মাঝি। পেশায় কৃষক। তৃণমূল কর্মীর অভিযোগ, তাঁর চাষের জমি জোর করে দখলের চেষ্টা করে বিজেপি। বাধা দিতে যান তিনি। অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁকে মারধর করেন। তাঁর বাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগিয়েও দিতে যায় দুষ্কৃতীরা। ধস্তাধস্তির সময় তাঁর গায়ে পেট্রল ছড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঝলসে যায় ওই তৃণমূল কর্মীর গোটা শরীর।

[আরও পড়ুন: অটিজম আক্রান্ত তরুণকে নাচতে চাপ, রাস্তায় ফেলে ‘মার’, অমানবিকতার নজির টালিগঞ্জে]

যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। চেঁচামেচি শুনে দৌড়ে আসেন স্থানীয়রা। তাঁকে উদ্ধার করা হয়। ততক্ষণে অবশ্য সুযোগ বুঝে পালিয়ে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বর্তমানে অগ্নিদগ্ধ ওই বিজেপি কর্মীকে খেজুরি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে। তবে তৃণমূল কর্মীকে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই বলেই দাবি বিজেপির। গেরুয়া শিবিরের মতে, এই ঘটনা একান্তই পারিবারিক বিবাদ।

[আরও পড়ুন: ভোটে জিতেই প্রতিশ্রুতি রক্ষা, বৃদ্ধার ঘরে আলো জ্বালাল সিপিএম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement