shono
Advertisement
Naihati

বিষাক্ত গ্যাসের বিপদ! নৈহাটির বরফ কারখানা থেকে অ্যামোনিয়া লিকে অসুস্থ বহু, আতঙ্ক এলাকায়

পরিস্থিতি সামাল দিতে মরিয়া চেষ্টা দমকল বাহিনীর, গ্যাসের ঝাঁজাল গন্ধে অসুস্থরা ভর্তি হাসপাতালে।
Published By: Suhrid DasPosted: 12:20 PM Mar 24, 2025Updated: 12:42 PM Mar 24, 2025

অর্ণব দাস, বারাকপুর: কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় আতঙ্ক ছড়াল নৈহাটির রাজেন্দ্রনগর এলাকায়। অসুস্থ এলাকার অনেকে। গ্যাস লিকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল ও পুলিশকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। এলাকাবাসীরা জানাচ্ছেন, রবিবার রাত থেকে রাজেন্দ্রনগরের বরফ তৈরির কারখানাটি থেকে গ্যাস লিক হচ্ছিল। সোমবার সকাল হতেই অ্যামোনিয়া গ্যাসের বিষাক্ত আবহাওয়ায় বিপদ বাড়ে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম দশা দমকলের।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেন্দ্রনগর এলাকা বরফ তৈরির ওই কারখানার ভিতরে অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাঙ্ক রয়েছে। রবিবার গভীর রাতে কোনওভাবে সেই ট্যাঙ্কে ছিদ্র দিয়ে বিষাক্ত গ্যাস বেরতে থাকে। ক্রমে অ্যামোনিয়ার 'বিষ' গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। রাতে ঘুমের মধ্যেই বাসিন্দাদের শিয়রে উপস্থিত হয় বিপদ! অ্যামোনিয়ার ঝাঁজাল গন্ধে বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। রাতদুপুরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝাঁজাল গন্ধে শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে অনেকে ভিজে কাপড় নাকেমুখে দেন।

রাতেই খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করে দমকল বাহিনী। ওই ট্যাঙ্ক থেকে গ্যাস লিক বন্ধের চেষ্টা করেন তারা। সোমবার সকালেও কোনওভাবে গ্যাস লিক বন্ধ করা যায়নি বলে খবর। বিপদ বুঝে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থ কয়েকজনকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ এলাকা ঘিরে রেখেছে। ট্যাঙ্ক থেকে গ্যাস লিক বন্ধে আপ্রাণ চেষ্টা করছেন দমকল কর্মীরা। প্রাথমিক বিপদ কাটলে কারখানাটির নিরাপত্তা যথাযথ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় আতঙ্ক ছড়াল নৈহাটির রাজেন্দ্রনগর এলাকায়।
  • ঘটনায় এলাকার একাধিক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন।
  • রবিবার রাত থেকে ওই গ্যাস লিক করতে শুরু করে বলে খবর।
Advertisement