shono
Advertisement
Ranaghat

ছাদ ঢালাইয়ের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ মার্কেট! গুরুতর জখম ৫

প্রবল শোরগোল নদিয়ার রানাঘাটে।
Published By: Tiyasha SarkarPosted: 04:15 PM Jan 19, 2025Updated: 04:15 PM Jan 19, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: বাঘাযতীন, পানিহাটির পর এবার রানাঘাট। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ মার্কেটের একাংশের ছাদ। ঢালাইয়ের কাজ চলাকালীন দুর্ঘটনা ঘটায় গুরুতর জখম হয়েছেন ৫ শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার রানাঘাটের দত্তবাজার এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, রানাঘাটের আনুলিয়ার দত্তবাজার এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার উপর বাজার বসত। পরবর্তীতে সেখানে মার্কেট করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো শুরু হয় কাজ। রবিবার সকালে সেই মার্কেটের একটা অংশে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। তখনই ঘটে দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মার্কেটের একাংশ। ধ্বংসস্তূপ চাপা পড়ে জখম হয়েছেন ৫ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসা চলছে তাঁদের।

উল্লেখ্য, দিনকয়েক আগে বাঘাযতীন এলাকায় হেলে পড়েছিল একটি ফ্ল্য়াট। তা নিয়ে প্রবল শোরগোল পড়ে গিয়েছিল। সেই ঘটনায় প্রোমোটারকে গ্রেপ্তারও করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, বৈধ অনুমতি ছাড়াই ফ্ল্যাটটি মেরামতির কাজ করতে গিয়েই এই বিপত্তি। তারপর পানিহাটি এলাকাতেও একটি নির্মীয়মাণ আবাসন হেলে গিয়েছিল। এসবের মাঝেই এবার ভেঙে পড়ল রানাঘাটের মার্কেট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাঘাযতীন, পানিহাটির পর এবার রানাঘাট। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ মার্কেটের একাংশের ছাদ।
  • ঢালাইয়ের কাজ চলাকালীন দুর্ঘটনা ঘটায় গুরুতর জখম হয়েছেন ৫ শ্রমিক।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার রানাঘাটের দত্তবাজার এলাকায়।
Advertisement