রঞ্জন মহাপাত্র, নন্দীগ্রাম: নতুন বছরের সপ্তাহান্তে রাজনৈতিক সভা-সমাবেশে সরগরম রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। প্রথম শনিবার একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি, অপরদিকে শাসকদলের দুই সাংসদ পার্থ ভৌমিক ও সায়নী ঘোষের সভা। ছাব্বিশের ভোটের আগে স্বভাবতই প্রচারে সুর চড়াল দু'পক্ষই। আসন্ন নির্বাচনে নিজের কেন্দ্র নন্দীগ্রামের ফলাফল নিয়ে শুভেন্দুর চ্যালেঞ্জ এবং তাঁকে কটাক্ষ করে পার্থর পালটা খোঁচা - সবমিলিয়ে নন্দীগ্রামে নির্বাচনী রণদুন্দুভির শব্দ পৌঁছে গেল বহুদূর পর্যন্ত।
নন্দীগ্রামবাসীর অনুরোধে আগামী ১৫ জানুয়ারি সেখানে ডায়মন্ড হারবার মডেলে 'সেবাশ্রয়' শিবিরের আয়োজন করছেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম ১ ও ২ ব্লকে হবে এই শিবির। তা নিয়ে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতার বেশ আপত্তিকর মন্তব্য করেছিলেন। তাঁর কথায়, “সেবাশ্রয় শিবিরের ট্যাবলেট খাবেন না, ওতে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ মেশানো আছে। হিন্দু জনসংখ্যা যাতে বৃদ্ধি না পায় সেই কারণে সেবাশ্রয় থেকে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বিলি করা হবে। তৃণমূল চায়, নন্দীগ্রামে হিন্দু ভোটার কমে যাক। যে ওখানে কেউ রক্ত পরীক্ষাও করাবেন না।”
শনিবার নন্দীগ্রামের সভা থেকে তা নিয়ে খোঁচা দিলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন, ''অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের কথা শুনে অধিকারী বাবুর মানসিক সমস্যা দেখা দিয়েছে। উনি বলেছেন, সেবাশ্রয়ের ট্যাবলেট খেলে হিন্দু মা-বোনদের সন্তান হবে না। মাথা খারাপ না হলে কেউ এরকম বলতে পারে! আমার খারাপ লাগছে। আসলে একসময়ের রাজনৈতিক সতীর্থ ছিলাম, তাই।'' পাশাপাশি শুভেন্দুকে নন্দীগ্রাম থেকেই ফের বিধানসভায় ভোটে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়লেন পার্থ ভৌমিক। তাঁর কথায়, ''আপনি নন্দীগ্রাম থেকে পালিয়ে যাবেন না যেন। আপনি নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান। নন্দীগ্রামের মানুষ ভারতের মানুষকে বুঝিয়ে দেবেন, আপনি কতটা মানুষের সঙ্গে থাকেন, কতটা মিডিয়ার সঙ্গে থাকেন।''
