shono
Advertisement
Halo Lips

ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে Halo Lips, এভাবে ঠোঁট রাঙালে চুম্বকের মতো ছুটে আসবেন সঙ্গী!

সোশাল মিডিয়ায় ভাইরাল রূপটান শিল্পীর ভিডিও।
Published By: Sayani SenPosted: 05:16 PM Jan 05, 2026Updated: 06:34 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ অফিস যাচ্ছেন কিংবা কোথাও যাবেন, আপনি কি সাজগোজ ছাড়া বাইরে বেরন না? লিপস্টিক আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, হাতে সময় কম থাকলেও সহজেই ঠোঁট রাঙিয়ে নেওয়া সম্ভব। তবে আপনি কি একইরকমভাবে লিপস্টিক পরতে পরতে হাঁফিয়ে গিয়েছেন? এবার নতুন কিছু চাইছেন? তবে ফ্যাশন ট্রেন্ডের হাওয়ায় গা ভাসিয়ে 'Halo Lips'-ই হতে পারে আপনার ভরসা। এভাবে ঠোঁট রাঙালে নাকি চুম্বকের মতো দৌড়ে আসবেন সঙ্গী।

Advertisement

আমেরিকার রূপটান শিল্পী তথা বিখ্যাত রূপটান সামগ্রী সংস্থার প্রতিষ্ঠাতা হুডা কাত্তান 'Halo Lips' বা 'হালো লিপস'-এর ভিডিও করে সোশাল মিডিয়ায় শেয়ার করেন। ওই ভিডিওতে তিনি ধাপে ধাপে দেখান কীভাবে ঠোঁট সাজাবেন। যা সকলের মন ছুঁয়ে গিয়েছে। নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় নয়া ঠোঁটসজ্জা।

এবার জেনে নেওয়া যাক কীভাবে 'Halo Lips' বা 'হালো লিপস' সাজাবেন?

* এই ধরনের ঠোঁটসজ্জায় লিপস্টিক, লিপ লাইনার, গ্লস প্রয়োজন। প্রথমে গোটা মুখে ফেস পাউডার লাগান। ঠোঁটের আশপাশে ভালো করে ফেস পাউডার লাগাতে ভুলবেন না।
* এবার ব্রাউন ক্রিম ব্রোঞ্জার নিন। এটি সামান্য মোটা ব্রাশ। সূক্ষ্ম হাতে ঠোঁটের আউটলাইন করে নিন।
* এবার ঠোঁটের উপরের দিকে V অংশ কন্টুর করে নিন।
* উপরের ঠোঁটে হালকা রঙের লিপস্টিক লাগান। আর নিচের ঠোঁটে তুলনামূলক গাঢ় শেডের লিপস্টিক লাগান।
* উপরে হালকা শেডের লিপস্টিকের উপর লাগান লিপ গ্লস। তবে তা যেন খুব বেশি না হয় সেদিকে খেয়াল রাখুন।

আর এভাবেই পাবেন স্টাইলিশ পাউটি লিপস। যার সাহায্যে ভিড়ের মাঝে আপনি হয়ে উঠতে পারেন অনন্যা। সঙ্গীর আরও কাছাকাছি আসতে পারেন আপনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে Halo Lips।
  • এভাবে ঠোঁট রাঙালে চুম্বকের মতো ছুটে আসবেন সঙ্গী!
  • সোশাল মিডিয়ায় ভাইরাল রূপটান শিল্পীর ভিডিও।
Advertisement