shono
Advertisement

তোলাবাজির অভিযোগে পুলিশের জালে টিএমসিপির সাধারণ সম্পাদক

কলেজে ভরতিতে বেআইনি কাজ বরদাস্ত নয়, সাফ কথা মুখ্যমন্ত্রীর৷ The post তোলাবাজির অভিযোগে পুলিশের জালে টিএমসিপির সাধারণ সম্পাদক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:54 PM Jul 15, 2018Updated: 06:24 PM Jul 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজে ভরতি নামে তোলাবাজির অভিযোগে আরও এক তৃণমূল ছাত্রনেতাকে গ্রেপ্তার করল পুলিশ৷ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগডোগরার কালীপদ ঘোষ মহাবিদ্যালয়ের ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক তরুণ সেন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি ও আর্থিক প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷

Advertisement

[দু’দিন কাটলেও কারাকোরাম রেঞ্জে খোঁজ মিলল না পেম্বা শেরপার]

কলেজে কলেজে টাকার বিনিময়ে ছাত্র ভরতি অভিযোগ নির্মূল করতে আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টাকা নিয়ে ছাত্র ভরতি রুখতে দলীয় স্তরেও বড়সড় পরিবর্তনও ঘটিয়েছেন তৃণমূল নেত্রী৷ পুলিশ-প্রশাসনকেও কড়া হওয়ার নির্দেশ দিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তোলাবাজির অভিযোগে বেশ কয়েজনকে গ্রেপ্তারও করে পুলিশ৷ গ্রেপ্তারি পর জামিনও মেলে বেশ কয়েকজন ছাত্র নেতার৷ অভিযোগ, তোলাবাজি রুখতে পুলিশি তৎপরতা শুরু হতেই গা-ঢাকা দেয় অভিযুক্ত যুবক৷ পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে৷ আজ, রবিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়৷ শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরতলাল মিনা জানান, কলেজ ভরতি নিয়ে কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না৷


গত শুক্রবার এই একইভাবে এক ছাত্র নেতাকে গ্রেপ্তার করে পুলিশ৷ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও কলেজে ভরতি করিয়ে দেওয়ার নামে টাকা তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে এক যুবক। বালিঘাট এলাকা থেকে পুলিশ এই টাকা নেওয়ার দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করে। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় ওই যুবক জিৎ গঙ্গোপাধ্যায়কে। ধৃত যুবক টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। তবে তাঁর দাবি, ভরতি করিয়ে দেওয়ার জন্য ছাত্রর পরিবারই তাকে টাকা দেয়। ধৃত জিৎকে এদিন আদালতে হাজির করে পুলিশ।

[খাবারের খোঁজে এসে চা-বাগানের জলাশয়ে গজরাজ, প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার]

সম্প্রতি কলেজে ভরতিতে টাকার খেলার বিভিন্ন অভিযোগ ওঠে। এরপরেই দলের ছাত্র সংগঠনের সভানেত্রীকে পদ থেকে সরানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই কড়া ব্যবস্থার পরও এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে।

The post তোলাবাজির অভিযোগে পুলিশের জালে টিএমসিপির সাধারণ সম্পাদক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার