দেবব্রত মণ্ডল, বারুইপুর: আবারও সিভিক ভলান্টিয়ারের দাদাগিরিতে উত্তপ্ত হল ভাঙরের এলাকা। প্রতিবন্ধীর দোকান ভেঙে রাতারাতি পূর্ত দপ্তরের জায়গা দখল করে দোকান ঘর তৈরির অভিযোগ উঠল দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সেই দোকানই এবার ভেঙে দিল কাশিপুর থানার পুলিশ।
আজ, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙরের পাকাপোল এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পাকাপোল থেকে গাবতলা যাওয়ার রাস্তার একপাশে পূর্ত দপ্তরের গার্ডওয়াল রয়েছে। মেছোভেরি থেকে বাস রাস্তা রক্ষা করার জন্য কংক্রিটের ওই গার্ডওয়ালগুলি লাগানো হয়েছিল পূর্ত দপ্তরের আলিপুর ডিভিশনের তরফে। সেই গার্ডওয়াল দখল করে স্থায়ী দোকান তৈরি করছিল কাশিপুর থানার সিভিক ভলান্টিয়ার রফিক মোল্লা এবং রাজারহাট থানার সিভিক ভলান্টিয়ার শরিফুল মোল্লা।
[আরও পড়ুন: ২ মাসের যমে-মানুষের লড়াইয়ে হার, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় জখম বাংলার যুবকের মৃত্যু]
অবৈধ এই নির্মাণের খবর যায় পুলিশের কানে। খবর পেয়েই এদিন কাশিপুর থানার ওসি প্রদীপ পাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। এরপর কাটার দিয়ে লোহার পাইপ কেটে দোকানঘর সরিয়ে ফেলা হয়। স্থানীয়দের দাবি, কাশিপুর থানার পুলিশ যখন এলাকার আইন-শৃঙ্খলা সামলাতে ব্যস্ত, তখন সেই সুযোগে একের পর এক অবৈধ নির্মাণ গড়ে উঠছে থানার বিভিন্ন এলাকায়।
উল্লেখ্য, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় নিজেদের এলাকায় সিভিক ভলান্টিয়ারদের ‘দাদাগিরি’তে স্থানীয়দের নাভিশ্বাস অবস্থার কথা উঠে এসেছে শিরোনামে। এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির ভাঙরেও একই ঘটনা সামনে এল। তবে এ বিষয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ করায় স্বস্তিতে বাসিন্দারা।
